নির্বাচনকমিশন

নির্বাচন কমিশনের সদর দপ্তরে কোভিড-১৯ এর টিকাকরণ শুরু

Posted On: 04 MAR 2021 6:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ই মার্চ, ২০২১

 

নির্বাচন সদনে চৌঠা মার্চ নির্বাচন কমিশনের আধিকারিক ও কর্মীদের টিকাকরণ শুরু হয়েছে। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী এম এস গিল প্রথম টিকা নিয়েছেন। এই টিকাকরণ প্রক্রিয়ায় সব আধিকারিক ও কর্মীদের টিকা নেওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল আরোরা, এবং দুই নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র ও শ্রী রাজীব কুমার টিকা নেবেন।

শ্রী আরোরা জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যে সব কর্মীরা ভোটের ডিউটি করবেন, তাঁদের সকলকে ‘সামনের সারির যোদ্ধা’౼ হিসেবে ঘোষণা করা হয়েছে। টিকাকরণের ফলে ভোটের কাজ করার সময় এই সব কর্মীদের মধ্যে কোভিডের আশঙ্কা থাকবে না।  দেশজুড়ে টিকাকরণের এই উদ্যোগের ফলে নির্বাচন আয়োজনে সুবিধে হচ্ছে। নির্বাচন কমিশন ডাক্তার, অ্যাম্বুলেন্স সহ বিশেষ শিবিরে নানা ব্যবস্থা নিয়েছে।

বিশেষ টিকাকরণ কর্মসূচীর আওতায়, ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লক্ষ লক্ষ ভোটকর্মী ভোটের কাজের আগে টিকা নেবেন।

***

 

 

CG/CB


(Release ID: 1702682) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi