বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

আইআইএসএফ-২০২০-তে প্রকাশিত 'সংকলন' এমনই একটি নথি যা এই বৃহৎ বিজ্ঞান উৎসবের প্রচেষ্টা ও ফলাফল গুলি প্রতিফলিত করে: ডক্টর শেখর সি মান্ডে, মহানির্দেশক, সিএসআইআর এবং সচিব, ডিএসআইআর

Posted On: 04 MAR 2021 5:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ মার্চ, ২০২১
 
 
 সিএসআইআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আজ নতুন দিল্লিতে 'সংকলন' নামে একটি বিজ্ঞান ভিত্তিক রিপোর্ট প্রকাশ করেছে। যাতে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব-২০২০-র প্রতিপাদ্য বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি এদিন একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। 'সংকলন'-এর উদ্বোধন করে সিএসআইআর- এর মহানির্দেশক এবং ডিএসআইআর-এর সচিব ডক্টর শেখর সি মান্ডে বলেন, কোভিড জনিত অতিমারি পরিস্থিতিতে এই বিজ্ঞান উৎসব এতটা ফলদায়ক হবে ভাবা যায়নি। বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক সংস্থা গুলি থেকে প্রভূত সহায়তা পাওয়া গেছে। 'সংকলন' প্রকাশের মধ্যে দিয়ে এই বিজ্ঞান উৎসবের সামগ্রিক বিষয় গুলি উঠে এসেছে। যা একটি নথি হিসেবে কাজ করবে।
 
এবারের এই ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে পাঁচটি বিষয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড- এ জায়গা করে নিয়েছে। যার মধ্যে রয়েছে সর্ববৃহৎ এই বিজ্ঞান উৎসবও।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1702593) Visitor Counter : 108


Read this release in: Hindi , Punjabi , Urdu , English