শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
জম্মু কাশ্মীরের শ্রীনগরে কর্মচারী ভবিষ্যনিধির কেন্দ্রীয় নির্দেশক পর্ষদের ২২৮-তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে
प्रविष्टि तिथि:
04 MAR 2021 4:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ মার্চ, ২০২১
কর্মচারী ভবিষ্যনিধির কেন্দ্রীয় নির্দেশক পর্ষদের ২২৮-তম বৈঠক আজ জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ কুমার গাংগুয়ার এর পৌরোহিত্য ওই বৈঠকে মন্ত্রকের সচিব ছাড়াও কেন্দ্রীয় ভবিষ্যনিধি সংগঠনের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নির্দেশক পর্ষদের চেয়ারম্যান একটি ওয়েবসাইটের সূচনা করেন। এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় এবং আঞ্চলিক স্তর থেকে বিভিন্ন বিষয়ের নজরদারি করা সম্ভব হবে।
চেয়ারম্যান ভার্চুয়াল মাধ্যমে রাইচুর, সালেম এবং জামশেদপুরে কর্মচারী ভবিষনিধির তিনটি আঞ্চলিক ভবনের উদ্বোধন করেন। এছাড়াও ব্যাঙ্গালুরুতে জোনাল ও রিজিওনাল কার্যালয়ের অ্যানেক্স ভবনের উদ্বোধন করেন।
কেন্দ্রীয় নির্দেশক পর্ষদের চেয়ারম্যান 'রেসপন্স টু কোভিড' নামে একটি পুস্তিকা প্রকাশ করেন।
কর্মচারী ভবিষ্যনিধির কেন্দ্রীয় নির্দেশক পর্ষদ এর পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে ২০২০-২১ অর্থবছরে গ্রাহকদের জন্য সুদের হার বার্ষিক ৮.৫০ শতাংশ হবে। এছাড়াও ৯৮ টি নতুন পদ সৃষ্টি করা হবে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1702591)
आगंतुक पटल : 173