শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ইপিএফও জম্মু কাশ্মীর এবং লাদাখে সামাজিক সুরক্ষার সুবিধা বাড়িয়েছে

प्रविष्टि तिथि: 04 MAR 2021 4:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ মার্চ, ২০২১
 
কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন, ইপিএফও জম্মু কাশ্মীর এবং লাদাখের গ্রাহকদের জন্য নতুন আইন অনুসারে তাদের পরিষেবা বাড়িয়েছে। এরমধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, অবসর ভাতা এবং বীমা। শুধু তাই নয়, ইপিএফও জম্মু ও শ্রীনগরে তাদের আঞ্চলিক কার্যালয় এবং লে-তে পরিষেবা কেন্দ্র স্থাপন করেছে।
 
কর্মচারী ভবিষ্যনিধির কেন্দ্রীয় নির্দেশক পর্ষদের ২২৮-তম বৈঠক আজ জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ কুমার গাংগুয়ার এর পৌরোহিত্য ওই বৈঠকে মন্ত্রকের সচিব ছাড়াও কেন্দ্রীয় ভবিষ্যনিধি সংগঠনের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
 
জম্বু কাশ্মীর লাদাখে কর্মচারী ভবিষ্যনিধির আওতায় সামাজিক নিরাপত্তা বিষয়ক পরিষেবা ৩৮ শতাংশ বাড়ানো হয়েছে।
 
***
 
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1702590) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi