জাহাজচলাচলমন্ত্রক

'চাবাহার দিবস' উদযাপনের মধ্যে দিয়ে ২০২১এর ম্যারিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলন শেষ হয়েছে

Posted On: 04 MAR 2021 4:29PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৪মার্চ, ২০২১

        তিন দিনের সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত ম্যারিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলন আজ শেষ হয়েছে। এটি বিশ্বে সর্ববৃহৎ সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত  সম্মেলন। চাবাহার দিবস উপলক্ষ্যে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া মূল ভাষণে জানিয়েছেন, ভারত ও ইউরেশিয়ার মধ্যে চাবাহার বন্দর যোগাযোগের মূল কেন্দ্র হয়ে উঠবে। এই বন্দর ১২৩টি জাহাজ, ১৩,৭৫২ টয়েন্টি ফুট ইক্যুইভ্যালেন্ট ইউনিট এবং ১৮ লক্ষ টন পণ্য ওঠানো নামানোর কাজ করতে পারে। কোভিড মহামারীর সময় এই বন্দর মানবিক সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। শ্রী মান্ডভিয়া জানিয়েছেন একবিংশ শতাব্দী শুধুমাত্র ভূমির মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই শতাব্দী সমুদ্র, আকাশ এবং মহাকাশে ছড়িয়ে পরবে।   

        সম্মেলনে অন্তিম অধিবেশনের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী সঞ্জয় বন্দোপাধ্যায় বলেছেন, এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ১১টি দেশ থেকে ১৬ জন মন্ত্রী সহ প্রায় ১ লক্ষ ৯০ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। এঁদের সঙ্গে ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ২টি রাজ্যের মন্ত্রীরা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৩১ জন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ভারতীয় ২৪টি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক যোগ দিয়েছিলেন। মোট ৫ হাজার ৫৪০টি বাণিজ্যিক বৈঠক হয়েছে। ভার্চুয়াল এই সম্মেলনে ৬৪ হাজার দর্শক যোগ দিয়েছিলেন।

        শ্রী মান্ডভিয়া বলেছেন ২০৩০এর সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত ভিশনকে এই সম্মেলনের মাধ্যমে শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন। সম্মেলনে বিভিন্ন আলাপ-আলোচনার মধ্য দিয়ে ভারতের প্রতি সারা বিশ্বের উৎসাহ বেড়ে গেছে। সম্মেলনে যেসব চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলি সফলভাবে রূপায়ণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে এই সম্মেলনের ফলে আত্মনির্ভর সামুদ্রিক বাণিজ্য ক্ষেত্র বাস্তবায়িত হবে।   

***

 

 

CG/CB /NS



(Release ID: 1702528) Visitor Counter : 179