বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ডাঃ হর্ষ বর্ধন তিন দিনের গ্লোবাল বায়ো ইন্ডিয়া ২০২১ -এর উদ্বোধন করেছেন

Posted On: 01 MAR 2021 7:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১লা মার্চ, ২০২১

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন দিল্লিতে গ্লোবাল বায়ো ইন্ডিয়া ২০২১ -এর উদ্বোধন করেছেন। তিন দিনের এই অনুষ্ঠানে জাতীয় স্তরে ভারতের জৈব প্রযুক্তির ক্ষমতা ও ভারতে এই বিষয়ে কতটা সম্ভাবনা রয়েছে, সেই  নিয়ে আলোচনা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের গ্লোবাল বায়ো ইন্ডিয়ার মূল ভাবনা “জীবনযাত্রায় পরিবর্তন”౼ এর ট্যাগ লাইন হল “জীব বিজ্ঞান থেকে জৈব অর্থনীতি”।

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য় রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামণ। ডাঃ হর্ষ বর্ধন, ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবস্থাপনাকে প্রাণবন্ত ও সময়োপযোগী বলে আস্থা প্রকাশ করেছেন। সরকার, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করায় বিজ্ঞান জগতের বিভিন্ন প্রকল্পের সুবিধা হয়েছে। জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ড. রেণু স্বরূপ জানিয়েছেন, তিন দিনের এই অনুষ্ঠানে ৫০টির বেশি দেশের ৬০০০ এর বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন।

***

 

 

CG/CB/SFS


(Release ID: 1701829) Visitor Counter : 225


Read this release in: English , Urdu , Hindi , Marathi