বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
দেশীয় উদ্ভাবনী প্রযুক্তির বাণিজ্যিকীকরণের জন্য ১২টি সংস্থা মর্যাদাপূর্ণ জাতীয় প্রযুক্তি পুরস্কারের জন্য নির্বাচিত
प्रविष्टि तिथि:
22 FEB 2021 3:36PM by PIB Kolkata
নতুন দিল্লি,২২ ফেব্রুয়ারি,২০২১
দেশীয় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারে সফল বাণিজ্যিকীকরণের জন্য জাতীয় প্রযুক্তি পুরস্কার ২০২০, হিসেবে মোট ১২টি শিল্প সংস্থাকে নির্বাচন করা হয়েছে।
মোট তিনটি বিভাগের অধীনে এই শিল্প সংস্থা গুলি নির্বাচন করা হয়েছে। এর একটি হচ্ছে দেশীয় প্রযুক্তির ব্যবহার মূলক, আরেকটি এমএসএমই এবং অন্যটি শিল্পোদ্যোগের ক্ষেত্রে।
বিভিন্ন শিল্প সংস্থাকে দেওয়া এই পুরস্কার গুলি ভারতীয় শিল্প এবং তাদের প্রযুক্তি সরবরাহকারী বিশেষত যারা একটি গোষ্ঠী হিসেবে কাজ করেছে এবং বাজারে নতুনত্ব আনতে ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে মাধ্যম কাজ করেছে, তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়।
ভারত সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা প্রযুক্তি উন্নয়ন পর্ষদ এই পুরস্কার দেয়। বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের পর ১২৮ আবেদন থেকে বিজয়ীদের বাছাই করা হয়েছে।
ক্যাটাগরি-১
দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সফল বাণিজ্যিকীকরণের জন্য জাতীয় পুরস্কার-
ক) মেসার্স এল এন্ড পি স্পেশাল স্টিলস অ্যান্ড হেভি ফরর্জিংস প্রাইভেট লিমিটেড, সুরাট।
খ) মেসার্স বিনতি অর্গানিকস লিমিটেড, মুম্বাই।
দুটি সংস্থাকেই পুরস্কার স্বরূপ নগদ ২৫ লক্ষ টাকা এবং ট্রফি দেওয়া হয়েছে।
ক্যাটেগরি-২
এমএসএমই-র জন্য জাতীয় পুরস্কার।
ক) মেসার্স একেএস ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, নয়ডা।
খ) মেসার্স এসভিপি লেজার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, চেন্নাই।
গ) মেসার্স কান বায়োসিস প্রাইভেট লিমিটেড, পুনে।
ঘ) মেসাস অ্যালগাল আর নিউট্রাল ফার্মস প্রাইভেট লিমিটেড, তাঞ্জাভুর।
এই ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে নগদ ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
৩) ক্যাটাগরি-৩
প্রযুক্তিগত ভাবে শিল্পোদ্যোগের ক্ষেত্রে জাতীয় পুরস্কার।
ক) মেসার্স আরএআর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, দিল্লি।
খ) মেসার্স ফাইব্রোহেল উন্ড কেয়ার প্রাইভেট লিমিটেড, ব্যাঙ্গালোর।
গ) মেসার্স আলথিয়ন টেক ইন্নভেশনস প্রাইভেট লিমিটেড, হায়দ্রাবাদ।
ঘ) মেসার্স কেবি কলস সাইন্সেস প্রাইভেট লিমিটেড, পুনে।
ঙ) মেসার্স সিরামেড টেক প্রাইভেট লিমিটেড, আমেদাবাদ।
চ) মেসার্স নিউয়েন্দ্রা ইনভেশনস প্রাইভেট লিমিটেড, জয়পুর।
পুরস্কার হিসেবে এইসব সংস্থাকে নগদ ১৫ লক্ষ টাকা ও ট্রফি দেওয়া হয়েছে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1700054)
आगंतुक पटल : 397