সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে 'হুনার হাট'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন

Posted On: 21 FEB 2021 3:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২১
 
 
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২৬-তম 'হুনার হাট'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সম্মানীয় অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ শ্রীমতি মিনাক্ষি লেখি। উদ্বোধনী অনুষ্ঠানে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী পি কে দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
'হুনার হাট'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রী রাজনাথ সিং বলেন, দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে কর্মদক্ষতা এবং প্রতিভা। 'হুনার হাট'-এ আগত শিল্পী এবং কারিগররা শিল্প- কলায় কেবল 'ওস্তাদ' নয়, ভবিষ্যতেরও 'ওস্তাদ'। দেশের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে 'হুনার হাট' একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে তিনি মন্তব্য করেন। দেশের মোদী সরকার দেশজ শিল্পকার ও কারিগরদের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পী এবং কারিগররা এখানে উপস্থিত হয়েছেন। 'হুনার হাট' হচ্ছে আমাদের ঐতিহ্য পূর্ণ শিল্পকলার এক প্রদর্শনী। সেই সঙ্গে সংস্কৃতিক বৈচিত্রের মেলবন্ধন। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে শিল্পী ও কারিগররা এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। করোনা অতিমারি জনিত পরিস্থিতিতেও 'হুনার হাট' 'ভোকাল ফর লোকাল' হিসেবে কাজ করেছে। যেখানে শিল্পী এবং কারিগররা তাঁদের উৎপাদিত হস্তশিল্প সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা করেছেন। 
 
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আয়োজিত ২৬-তম এই 'হুনার হাট'-এর 'ভাবনা'- 'ভোকাল ফর লোকাল।' ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যা চলবে ১ মার্চ পর্যন্ত।
 
দেশের ৩১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে  প্রায় ৬০০ শিল্পী ও কারিগর এই 'হুনার হাট'- এ অংশ নিচ্ছেন। যেসব রাজ্য থেকে শিল্পী ও কারিগররা এসেছেন তার মধ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চন্ডীগড়, ছত্রিশগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্বু কাশ্মীর, ঝাড়খন্ড, কর্ণাটক, কেরালা, লাদাখ, মধ্যপ্রদেশ, মনিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, পন্ডিচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এবং পশ্চিমবঙ্গ।
 
এই 'হুনার হাট'-এ চটের তৈরি সামগ্রী থেকে শুরু করে, পিতল, কাঠ, মাটির পুতুল, খেলনা সহ সাল, রেশম বস্ত্র, চন্দন কাঠের তৈরি সামগ্রী বিপণনের ব্যবস্থা করা হয়েছে।
 
এর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্য সামগ্রীও বাবুর্চিখানা-র মাধ্যমে রাখা হয়েছে।
 
কেবল শিল্পকলা প্রদর্শনী নয়, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই 'হুনার হাট'-এ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। নামী শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রী বিনোদ রাঠোর, শ্রী সুদেশ ভোঁসলে, শ্রী কৈলাস খের, শ্রীমতি শিবানী কাশ্যপ প্রমূখ।
 
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সেই মুক্তার আব্বাস নাকভি বলেন, 'হুনার হাট'-এর মাধ্যমে এ পর্যন্ত ৫ লক্ষেরও বেশি হস্তশিল্পী ও কারিগরের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ৭৫-তম 'হুনার হাট' সম্পন্ন হলে মোট ৭ লক্ষ ৫০ হাজার হস্তশিল্পী ও কারিগরের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। শ্রীনাকভি জানান, ভার্চুয়াল এবং অনলাইনের মাধ্যমেও ক্রেতারা 'হুনার হাট' থেকে পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
 
***
 
 
 
CG/ SB


(Release ID: 1699799) Visitor Counter : 141