সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২১ তারিখ হুনার হাট উদ্বোধন করবেন
प्रविष्टि तिथि:
19 FEB 2021 4:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ২১ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে দেশের হস্তশিল্পী ও কারু শিল্পীদের শিল্পকলা প্রদর্শনী ও বিপণন কর্মসূচি হুনার হাট – এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া এবং লোকসভার সদস্যা শ্রীমতী মীণাক্ষি লেখি সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ২০ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত ২৬তম হুনার হাট আয়োজন করছে। এবারের কর্মসূচির মূল ভাবনা ‘ভোকাল ফর লোকাল’।
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি আজ বলেছেন, এবারের হুনার হাটে ৩১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৬০০ জনেরও বেশি হস্ত ও কারুশিল্পী অংশ নিচ্ছেন। দেশজ শিল্পকলার অসাধারণ কিছু নিদর্শন হুনার হাটে প্রদর্শিত হবে। এমনকি, শিল্প সামগ্রীগুলির বিপণনের ব্যবস্থাও থাকছে।
শ্রী নাকভি আরও বলেন, হুনার হাটে এক ছাতার নীচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বদেশী শিল্প সামগ্রীগুলি নিয়ে আসা হচ্ছে। আগত দর্শকরা হুনার হাটে দেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী শিল্প কর্মের নিদর্শন দেখতে ও তা সংগ্রহ করতেও পারবেন। এছাড়াও, দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে থাকছে সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান। প্রকৃতপক্ষে, হুনার হাটে দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তুলে ধরতে এই উদ্যোগ। তিনি বলেন, দেশজ হস্তশিল্প ও কারুশিল্পের প্রদর্শনী ও বিপণনের ক্ষেত্রে হুনার হাত এক উপযুক্ত মঞ্চ। এখনও পর্যন্ত ৫ লক্ষেরও বেশি হস্তশিল্পী, কারুশিল্পী এ ধরনের হুনার হাট থেকে লাভবান হয়েছেন।
ভার্চ্যুয়াল ও অনলাইন প্ল্যাটফর্মে হুনার হাট প্রত্যক্ষ করা যাবে। সাধারণ মানুষ সরকারি ই-মার্কেট পোর্টাল থেকে অনলাইনে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে দেশজ হস্তশিল্প সামগ্রী বিপণন ব্যবস্থার ফলে হস্তশিল্পী ও কারুশিল্পীরা আরও বেশি সংখ্যায় বরাত পাচ্ছেন।
***
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1699461)
आगंतुक पटल : 172