আদিবাসীবিষয়কমন্ত্রক

ট্রাইফেড, উপজাতি বিষয়ক মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক যৌথভাবে দিল্লী হাটে উপজাতি ভারত আদি মহোৎসবে কূটনীতিক দিবস আয়োজন করেছে

Posted On: 13 FEB 2021 10:49AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
 
    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফল লোকাল এবং আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্নকে সদার্থক করে তুলতে ও দেশের সমৃ্দ্ধশালী ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে দর্শকদের কাছে তুলে ধরতে বিদেশ মন্ত্রক ও উপজাতি বিষয়ক মন্ত্রকের সহযোগিতায় ট্রাইফেড দিল্লী হাটে উপজাতি বিষয়ক আদি মহোৎসবে ‘কূটনীতিক দিবস’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে ভারতের ৩০টিরও বেশি বৈদেশিক মিশন থেকে ১২০ জনেরও বেশি কূটনীতিবীদ যোগ দেন। এছাড়াও বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) এবং ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)এর মতো আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও আদি মহোৎসব অনুষ্ঠানে যোগ দেন। 
 
    এই আদি মহোৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপজাতি শিল্পীরা তাঁদের শিল্প নৈপুণ্যের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। এখানে ২০০টিরও বেশি স্টল রয়েছে। এই স্টলের মাধ্যমে তাঁরা বিভিন্ন ঐতিহ্যশালী অলঙ্কার থেকে শুরু করে চিত্রকলা, খেলনা সহ নানান সামগ্রী তুলে ধরেছেন। এই অনুষ্ঠানে আগত অতিথিরা এই সবকিছুই পরিদর্শন করেন। 
 
    ট্রাইফেডের কার্যনির্বাহী অধিকর্তা শ্রী প্রবীর কৃষ্ণ জানান, এই আদি মহোৎসব এমন এক জায়গা যেখানে যেকেউ উপজাতি হস্তশিল্পকলা কিনতে পারবেন এবং উপজাতিদের তৈরি খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবেন। মূলত উপজাতি কারিগর এবং বনাঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ও তাঁদেরকে ব্যবসায়িক সুযোগ-সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। 
 
    উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত নতুন দিল্লীতে চলবে এই দিল্লী হাট। প্রতিদিনই সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি খোলা থাকবে। ভোকাল ফর লোকাল আন্দোলন #উপজাতি পণ্য ক্রয়ের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জন সচেতনতা গড়ে তুলতে মন্ত্রকের পক্ষ থেকে এই আদি মহোৎসব পরিদর্শনের আহ্বান জানান হয়েছে। 
 
***
 
 
 
 
CG/SS/NS

(Release ID: 1697836) Visitor Counter : 102


Read this release in: English , Urdu , Hindi , Manipuri