বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

দূষিত জল পরিশোধন করে সেচের কাজে ব্যবহারের নতুন প্রযুক্তি

Posted On: 12 FEB 2021 1:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২১
 
প্রাচীন নিকাশি ব্যবস্থায় অনেক সময় নালা বা নর্দমায় ফাটল থাকায় দূষিত জল মাটিতে মিশে গিয়ে ভূগর্ভস্থ জলকে দূষিত করে দেয়। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে, নালা এবং নর্দমার দূষিত জল জমিতে ব্যবহার করার ফলে নানা রকমের স্বাস্থ্যের সমস্যা হয়। নালা বা নর্দমার জল দূষিত জলকে পরিশোধন করে তা সেচের কাজে ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের সিএসআইআর- সিএমইআরআই সংস্থা একটি নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে। একোয়া রেজুভেনেশন প্লান্ট- এর মাধ্যমে একেক বারে প্রায় ২৪ হাজার লিটার দূষিত জলকে শোধন করে তা সেচের কাছে ব্যবহার করা যেতে পারে। এই জল জমিতে ব্যবহার করলে ফসলের ওপর তার কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1697600) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Hindi