বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
দ্বিতীয় পর্যায়ে ১০০ টি জেলায় বিজ্ঞান জ্যোতি কার্যক্রম
Posted On:
12 FEB 2021 10:32AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২১
বিজ্ঞান জ্যোতি কার্যক্রমের দ্বিতীয় পর্যায় গতকাল ১১ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান এন্ড গার্লস ইন সাইন্স- এর দিন থেকে শুরু হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় কন্যাদের আগ্রহ এবং পেশা হিসাবে বিজ্ঞানকে গ্রহণ করতে এই বিজ্ঞান জ্যোতি কার্যক্রমের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দেশের আরও ৫০টি জেলাকে জুড়ে মোট ১০০ টি জেলায় তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করে বলেন, মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে এবং বিজ্ঞান কেন্দ্র গুলিতে মহিলাদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি এবং বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রের কর্মসূচিগুলি বিজ্ঞানের প্রতি মহিলাদের আগ্রহ প্রকাশ করতে সহায়তা করবে।
বিজ্ঞানের প্রতি মেয়েদের আগ্রহ বাড়াতে এবং বিজ্ঞানকে যাতে তাঁরা পেশা হিসেবে গ্রহণ করতে পারে সেই লক্ষ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিজ্ঞান জ্যোতি কার্যক্রমটি চালু করা হয়েছে । দেশের ৫০ টি জওহর নবোদয় বিদ্যালয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে বিজ্ঞান জ্যোতি কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৫০টি জওহর নবোদয় বিদ্যালয়ে এবার এই কার্যক্রমের সূচনা করা হলো।
***
CG/ SB
(Release ID: 1697412)
Visitor Counter : 225