শিল্পওবাণিজ্যমন্ত্রক

কৃষি রপ্তানি নীতি

Posted On: 11 FEB 2021 11:46AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারত সরকার ২০১৮ সালের ডিসেম্বরে কৃষি রপ্তানি বিষয়ে একটি সর্বাঙ্গীণ নীতি প্রণয়ন করেছে।
 
গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এই তথ্য জানিয়েছেন।
 
সরকারের এই কৃষি রপ্তানি নীতির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে-
 
১) কৃষি রপ্তানিতে বৈচিত্র্য আনতে এবং মূল্য যুক্ত কৃষি রপ্তানি বৃদ্ধি করতে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি পচনশীল পণ্যের  ক্ষেত্রেও বিশেষ জোর  দেওয়া হয়েছে।
২) দেশীয়, জৈব এবং ঐতিহ্যবাহী এবং অপ্রচলিত কৃষিপণ্য রপ্তানির প্রসার ঘটাতে গুরুত্ব দেওয়া হয়েছে।
৩) বিপণনের ব্যবস্থার ওপর জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্তরে বাধা দূর করার ওপর নজর দেওয়া হয়েছে।
৪) বিশ্বে কৃষি রপ্তানিতে ভারতের অংশ দ্বিগুণ করার প্রচেষ্টা।
৫) বিদেশের বাজারে রপ্তানির সুযোগ করে দিতে কৃষকদের সহায়তা করা।
 
কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ পণ্য রপ্তানি উন্নয়ন সংস্থা, অ্যাপেডা ২০২০ সালের আগস্ট মাসে এএফসি ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে।
 
***
 
 
CG/ SB


(Release ID: 1697220) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Telugu