শিল্পওবাণিজ্যমন্ত্রক

বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নীতি

Posted On: 11 FEB 2021 11:45AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১  ফেব্রুয়ারি, ২০২১
                  
      ২০২০ সালের এপ্রিল মাসে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নীতির সূচনা করা হয়। ২০০৫এর মে মাসে সংসদে এই এসইজেড আইন পাশ হয়। ওই বছরই ২৩শে জুন রাষ্ট্রপতি এই আইনে স্বাক্ষর করেন। পরের বছর ২০০৬এর ১০ই ফেব্রুয়ারি ‘এসইজেড আইন ২০০৬’ কার্যকর হয়।
 
এসইজেড নীতি অনুযায়ী ভারতের শুল্ক ব্যবস্থার এক্তিয়ার বর্হিভূত ক্ষেত্রে স্বীকৃত কাজকর্ম পরিচালনার জন্য স্বতন্ত্র কর মুক্ত অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গণ্য করা হবে। এই অঞ্চলে আমদানি ক্ষেত্রে কোনও লাইসেন্সের প্রয়োজন হবে না। এমনকি উৎপাদন অথবা পরিষেবা মূলক কাজকর্মের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। এসইজেড কেন্দ্রগুলি সাব-কন্ট্রাক্টিং থেকে মুক্ত থাকবে। এছাড়াও আমদানি-রপ্তানীকারী পণ্যের নিয়মিত কোনো পরীক্ষার প্রয়োজন হবেনা শুল্ক বিভাগের।
 
      লোকসভায় গতকাল এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি।
 
***
 
 
 
CG/ SS /NS

(Release ID: 1697194) Visitor Counter : 196


Read this release in: English , Telugu