স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড জনিত পরিস্থিতিতে আশা কর্মীদের জন্য সুরক্ষা ব্যবস্থা

Posted On: 09 FEB 2021 12:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২১
 
জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় আশা কর্মীরা সামাজিক স্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকে। তাঁরা কেবলমাত্র কাজের ভিত্তিতে উৎসাহ ভাতা পায়। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৮-১৯ অর্থবছরে আশা কর্মীদের এই ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে প্রতিমাসে ২ হাজার টাকা করেছে।অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাদের নিজ নিজ বাজেট থেকে আশা কর্মীদের জন্য নির্দিষ্ট মাসিক ভাতা চালু করেছে। আশা কর্মীদের উৎসাহিত করতে এবং তাঁদের সুরক্ষার জন্য সরকার বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার ২০১৮ সালে আশা কর্মীদের জন্য বেশ কিছু প্যাকেজের কথা ঘোষণা করে। আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আশা কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা প্রভৃতিতেও তাদের যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায়   আশা কর্মীদের বীমা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে কোভিড সংক্রান্ত কর্তব্য পালন করতে গিয়ে জীবনহানি ঘটলে ৫০ লক্ষ টাকা পরিবার পাবে। কোভিড পরিস্থিতিতে আশা কর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক, স্যানিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
***
 
 
CG/ SB


(Release ID: 1696591) Visitor Counter : 371


Read this release in: English , Manipuri , Punjabi