প্রতিরক্ষামন্ত্রক

মালাবার নৌ মহড়া

Posted On: 08 FEB 2021 2:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ই ফেব্রুয়ারী, ২০২১

 

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯২ সালে দ্বিবার্ষিক নৌ মহড়া – মালাবারের সূচনা করেছে। ২০১৫ সালে জাপান এবং ২০২০ সালে অষ্ট্রেলিয়া এই মহড়ায় যোগ দিয়েছে। মালাবার নৌ মহড়ার মাধ্যমে  ৪ দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানো হয়। সামুদ্রিক বিভিন্ন বিষয়ে, মুক্ত, সমন্বিত ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অংশীদারিত্বের প্রতিশ্রুতি এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। ভারতীয় নৌ বাহিনী ২০২০ সালে ২৪তম মালাবার মহড়ার আয়োজন করেছিল।

রাজ্যসভায় আজ শ্রী কে সোমপ্রসাদের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ নায়েক।

***

 

 

CG/CB/SFS



(Release ID: 1696359) Visitor Counter : 220


Read this release in: English , Urdu