আদিবাসীবিষয়কমন্ত্রক

ট্রাইবস্ ইণ্ডিয়া আদিমহোৎসবে রিনা ঢাকা এবং রুমা দেবী'র তৈরি উপজাতীয় পোষাক তুলে ধরা হয়েছে

Posted On: 07 FEB 2021 1:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২১
 
দেশের সমৃদ্ধশালী  উপজাতি  সংস্কৃতির এক ঝলক দেখতে বিপুল সংখ্যক লোক পৌঁছে যাচ্ছেন দিল্লি হাটের আদি মহোৎসবে।  ট্রাইবস্ ইণ্ডিয়া আদিমহোৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হ'ল এখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ভারতীয় উপজাতি সম্প্রদায়ের বিভিন্ন বিষয় প্রদর্শিত হচ্ছে ।
 
 আদিমহোৎসবে আগত দর্শনার্থীরা বিশেষত সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন , যা এখানকার দর্শকদের জন্য এক ভিন্ন  অভিজ্ঞতা প্রদান করছে। এমনকি রিনা ঢাকা এবং রুমা দেবী'র মতো উপজাতীয় ফ্যাশনের সঙ্গে  পরিচিত নামকরা ফ্যাশন ডিজাইনার সহ জনপ্রিয় কারিগরদের তৈরি পোষাক প্রদর্শিত হচ্ছে। 
 
 অনুষ্ঠানে সারা দেশ জুড়ে সুন্দর উপজাতীয় বুননশিল্পের একটি প্রদর্শনী তুলে ধরা হয়েছে।এই সূক্ষ্ম সৃজনশীলতার কাজগুলি  শাড়ি, টপস, শাল ইত্যাদির মাধ্যমে  প্রতিফলিত হচ্ছে । এছাড়াও সূক্ষ্ম অলঙ্কার  এবং উত্তর-পূর্বের বানজারা ব্যাগও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
 
আদিমহোৎসবে উপজাতি গোষ্ঠী শিল্প, হস্তশিল্প এবং সমৃদ্ধি এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হচ্ছে । শনিবার আদিমহোৎসবে দেখতে হাজির হয়েছিলেন একাধিক মন্ত্রকের শীর্ষ আধিকারিক বৃন্দ।এ দিন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। উৎসব চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি  পর্যন্ত।প্রতিদিন  সকাল ১১ টা থেকে রাত ৯ পর্যন্ত চলছে এই আদিমহোৎসব।এই মহোৎসবে ভোকাল ফর লোকালের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 
 
***
 
 
 
CG/SS


(Release ID: 1696004) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Hindi , Tamil