রেলমন্ত্রক

রেল, শিল্প ও বানিজ্য, উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টন বিষয়ক মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ২০২১ সালের সাধারণ বাজেটকে স্বাগত জানিয়ে বলেছেন যে ভারতীয় রেলের ক্ষেত্রে এই বাজেট অগ্রণী পদক্ষেপ

Posted On: 04 FEB 2021 6:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় রেল, শিল্প ও বাণিজ্য, উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিয়েছেন।
 
সাধারণ বাজেট প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ২০২১ সালের এই বাজেট ভারতীয় রেলের ক্ষেত্রে ঐতিহাসিক। এই বাজেটে ভারতের রেলের পরিকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে ভারতীয় রেল অগ্রনী ভুমিকা নিয়েছে।
 
কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে ভারতীয় রেলের একশ শতাংশ বৈদ্যুতি করণ হয়ে যাবে। 
 
এর পাশাপাশি কার্বন দূষণ ২০২৩ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনা হবে। রেল আধুনিকীকরণের ক্ষেত্রে টিকিট বুকিং ব্যবস্হা, পণ্য পরিবহন পরিষেবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় রেল ভবিষ্যতের জন্য প্রস্তুত বলা যেতে পারে।
 
এক প্রশ্নের উত্তরে রেল মন্ত্রী বলেন, কোভিড পরবর্তী পরিস্থিতিতে নিয়মিত ট্রেন চলাচলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।
 
তিনি বলেন, বর্তমানে রেলের ৫১৩ টি প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। আগামী চার বছরের জন্য তহবিল মঞ্জুর করা হয়েছে। এ বছরে ভারতীয় রেল ২,১৫,০৫৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্প রূপায়নের কাজ চলছে।
 
বাজেটে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৭,০৫০ কোটি টাকা। যা ২০২০-২১ আর্থিক বছরের চেয়ে ৫৩ শতাংশ বেশি। ভারতীয় রেল তাদের পরিকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে রেলের সিগনালিং ব্যবস্থা, যাত্রীদের জন্য পরিষেবা, নিরাপত্তা এবং ট্রেনের গতি বাড়ানোর সহ বিভিন্ন বিষয়ে নজর দিয়েছে।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1695311) Visitor Counter : 181