বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

সিএসআইআর – সিএমইআরআই জমায়েত নিয়ন্ত্রণ করতে তিন ধরনের দেশীয় প্রযুক্তিতে তৈরি যানবাহন উদ্ভাবন করেছে

Posted On: 01 FEB 2021 9:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২১

 

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে, নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে সিএসআইআর আধা-সামরিক বাহিনীর জন্য জমায়েত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তিন ধরনের যানবাহন উদ্ভাবন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দলের সামনে এই যানবাহনগুলি চালনার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। সিআরপিএফ – এর র‍্যাপিড অ্যাকশন ফোর্সের আইজি-র নেতৃত্বে ঐ প্রতিনিধি দলটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই উদ্ভাবনগুলি পরিচালনা সম্পর্কে নানা তথ্য জানতে পেরেছে।

দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট (সিএমইআরআই) উদ্ভাবিত সবচেয়ে শক্তিশালী যানবাহনের ক্ষমতা ৭.৫ টন। মাঝারি ধরনের বাহনটি ২.৫ টন ক্ষমতাসম্পন্ন। কম ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাক্টরের মধ্যে যন্ত্র বসানো হয়েছে। এই বাহনগুলিতে বৈদ্যুতিন পদ্ধতিতে নজরদারি চালানো, ভিডিও রেকর্ডিং, জিপিএস ট্র্যাকার এবং জিপিএস নেভিগেটর রয়েছে। এগুলির সাহায্যে রাসায়নিক পদার্থ ছড়ানোর স্প্রে, টিয়ার গ্যাস এবং ফোম, জমায়েতের ওপর প্রয়োজনে ছড়ানো যাবে। এই প্রতিনিধি দলে সিআরপিএফ ছাড়াও বিএসএফ, আসাম রাইফেলস, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজি, হরিয়ানা, জম্মু – কাশ্মীর এবং মহারাষ্ট্রের পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 ***

 

 

CG/CB/SB


(Release ID: 1693877) Visitor Counter : 173