তথ্যওসম্প্রচারমন্ত্রক

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ড্যানিশ ছবি ইনটু দ্য ডার্কনেস- স্বর্ণ ময়ূর পুরস্কারে ভূষিত

Posted On: 24 JAN 2021 6:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২১
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত অ্যান্ডার্স রিফন পরিচালিত ড্যানিশ ছবি- ইনটু দ্য ডার্কনেস এবছর গোয়ায় অনুষ্ঠিত ৫১- তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ময়ূর সম্মানে ভূষিত হয়েছে। স্বর্ণ ময়ূর পুরস্কারের নগদ অর্থ ৪০ লক্ষ টাকা ও শংসাপত্র।
 
সেরা পরিচালক হিসেবে রৌপ ময়ূর দেওয়া হয়েছে তাইওয়ানের লেখক প্রযোজক ও পরিচালক চেন নিয়েন কো-কে। দ্য সাইলেন্ট ফরেস্ট চলচ্চিত্রের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের নগদ হিসাবে ১৫ লক্ষ টাকা ও একটি শংসাপত্র দেওয়া হয়েছে।
 
সেরা অভিনেতা হিসেবে রৌপ ময়ূর পুরস্কারে ভূষিত করা হয়েছে দ্য সাইলেন্ট ফরেস্ট- ছবির ১৭ বছর বয়সী তিজু- চুয়ান- লিউকে। এই পুরস্কারের নগদ হিসাবে ১০ লক্ষ টাকা ও একটি শংসাপত্র দেয়া হয়েছে।
 
সেরা অভিনেত্রী হিসেবে রৌপ্য ময়ূর পেয়েছেন আই নেভার ক্রাই- ছবির জন্য জোফিয়া স্টাফিয়েজ।
 
ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বুলগেরিয়ার পরিচালক কামিন কালেভের ছবি- ফেব্রুয়ারি।
 
এই উৎসবে বিশেষ মেনশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় পরিচালক কৃপাল কালিতা তাঁর আসামের ছবি ব্রিজ-এর জন্য।
 
গোয়ায় অনুষ্ঠিত ৫১-তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ডেবুট পরিচালকের সম্মান দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান পরিচালক ক্যাসিও পেরেইরাকে। তার পর্তুগাল ছবি ভ্যালেন্তিনার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1692023) Visitor Counter : 160