তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫১-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আজ স্বর্ণ ময়ূর পুরস্কার ঘোষণা করা হবে

নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২১
 
গোয়ার পানাজিতে ভারতের ৫১-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি দিনে আজ স্বর্ণ ময়ূর ঘোষণা করা হবে।
 
সারাবিশ্ব থেকে আসা সেরা ছবিগুলি স্বর্ণ ময়ূর এবং অন্যান্য পুরস্কার নেওয়ার প্রতিযোগিতায় রয়েছে। এর মধ্যে বাছাই করা ১৫ টি চলচ্চিত্র রয়েছে যা চলচ্চিত্র প্রেমীদের বিনোদন ও অনুপ্রেরণার সঞ্চার করেছে।
 
এই চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে-
 
১) পর্তুগালের টিয়াগো গুডেসের- দা ডোমেইন।
২) ডেনমার্কের অ্যান্ডারস রেফেনের- ইনটু দ্য ডার্কনেস।
৩) বুলগেরিয়া, ফ্রান্সের কামেন কালেভের -ফেব্রুয়ারি।
৪) ফ্রান্সের নিকোলাস মৌরির- মাই বেস্ট পার্ট।
৫) পোল্যান্ড, আয়ারল্যান্ডের পাইওটার ডোমেলেউস্কির- আই নেভার ক্রাই।
৬) চিলির লিওনার্ডো মেডেলের- লা ভেরণিকা।
৭) দক্ষিণ কোরিয়ার সিন স্যুয়োনের- লাইট ফর দা ইউথ।
৮) স্পেনের লোয়েস প্যাটিনোর- রেড মুন টাইড।
৯) ইরানের আলি গাভিটানের- ড্রিম এবাউট সোহরাব।
১০) আফগানিস্তান, ইরানের রামিম রাসৌলির- দা ডগস ডিড নট স্লিপ লাস্ট নাইট।
১১) তাইওয়ানের কো চেন্নিয়েনের- দা সাইলেন্ট ফরেস্ট।
১২) ইউক্রেন, সুইজারল্যান্ডের দারিয়া ওনিশচেঙ্কোর- দা ফরগোটেন।
১৩) ভারতের কৃপাল কালিতার- ব্রিজ।
১৪) ভারতের সিদ্ধার্থ ত্রিপাঠীর- এ ডগ এন্ড হিজ ম্যান।
১৫) ভারতের গণেশ বিনায়কানের- থায়েন।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1692021) Visitor Counter : 244