বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বর্জ্য জল পরিশোধনের মাধ্যমে জৈব চাষের সহায়তাকারী মডেলের বিষয়ে সিএসআইআর-সিএমইআরআই ‘অ্যাকোয়া পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট’এর সূচনা করেছে

Posted On: 23 JAN 2021 6:09PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৩ জানুয়ারি, ২০২১
 
দুর্গাপুরের সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এই প্রথম বর্জ্য জল পরিশোধন প্রযুক্তি বিষয়ে একটি মডেলের সূচনা করেছে। এই প্রযুক্তির সাহায্যে বর্জ্য জলকে পরিশোধন করে সেচ/কৃষি কাজে ব্যবহার করা যাবে। সিএসআইআর-সিএমইআরআই-এর অধিকার্তা (ডাঃ) হরিশ হিরানী আজ ‘অ্যাকোয়া পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট’এর সূচনা করেছেন। পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্রী শুভেন্দু বসু এবং অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলন। দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই কলোনীতে এই মডেলের উদ্বোধন করা হয়। 
 
অনুষ্ঠানের সূচনায় অধ্যাপক হিরানী জানান, কার্বনডাউ অক্সাইড থেকে সমাজের যে ক্ষতি হচ্ছে তার সমাধান করতে, নিকাশি ব্যবস্থা ঘন ঘন খারাপ হয়ে যাওয়া আটকাতে এবং প্রাথমিক বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে নর্দমার জল নির্গমন করার সু-বন্দোবস্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিভিন্ন গবেষণার দিক উল্লেখ করে আরও জানান, কোভিড-১৯ এর ভাইরাস নর্দমার জলে ৩৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই সামাজিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে জাতীয় পরিবেশ আদালতে নিয়ম অনুসরণ করেই এই প্রযুক্তিটির পরিকল্পনা করা হয়েছে, যাতে দেশের পরিবেশগত সমস্যা সম্পর্কিত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা সম্ভবপর হয়। 
 
অ্যাকোয়া পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট (এআরপি) হলো একটি সুসমন্বিত বর্জ্য জল পুনর্ব্যবহারযোগ্য মডেল, যা বর্জ্য জলকে ৬টি স্তরের মাধ্যমে পরিশোধন করে তোলে। এই মডেল ব্যবহার করে প্রায় ২৪ হাজার লিটার জল পুনর্ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব, যা প্রায় ৪ একর কৃষি জমিতে ব্যবহার করা যাবে। অধ্যাপক হিরানী সমাজের বিভিন্ন পক্ষ, নাগরিক সমাজ, সরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে বৈজ্ঞানিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান। 
 
অনুষ্ঠানে শ্রী শুভেন্দু বসু বিজ্ঞানীদের উচ্ছ্বসিত প্রশংসা করে জানান বর্তমান পরিবেশে এই প্রযুক্তি যথেষ্ট কাজে লাগবে। তিনি বলেন, খুব শীঘ্রই এই মডেলটি বাস্তবায়নের জন্য পৌরসভা, সেচ বিভাগ এবং জেলা প্রশাসনকে সিএসআইআর-সিএমইআরআই-এর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা চালিয়ে  যাওয়ার আহ্বান জানাবেন। বর্জ্য জল নিষ্কাশন  ব্যবস্থাপনা সহ শিল্প দূষণ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানে সিএসআইআর-সিএমইআরআই পথ দেখাবে বলেও আশা প্রকাশ করেন শ্রী বসু।
 
***
 
 
 
CG/SS/SKD


(Release ID: 1691706) Visitor Counter : 205


Read this release in: English , Hindi , Punjabi , Tamil