আদিবাসীবিষয়কমন্ত্রক
উপজাতি বিষয়ক মন্ত্রক 'ই-গভর্নেন্স-এ সেরা পারফর্মেন্স'-এর জন্য সম্মানজনক স্কচ চ্যালেঞ্জার এওয়ার্ড এবং এর উদ্যোগের জন্য তিনটি স্বর্ণ পুরস্কার লাভ করেছে
Posted On:
16 JAN 2021 8:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক 'ই-গভর্নেন্স-এ সেরা পারফর্মেন্স'-এর জন্য আজ সম্মানজনক স্কচ চ্যালেঞ্জার এওয়ার্ড এবং এর উদ্যোগের জন্য তিনটি স্বর্ণ পুরস্কার লাভ করেছে। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা ভার্চুয়াল স্কচ সামিটে এই পুরস্কার গ্রহণ করেছেন। এর পাশাপাশি মন্ত্রকের পক্ষ থেকে তিনটি স্বর্ণপদক অর্জন করা হয়েছে। এর একটি হচ্ছে জল সঞ্চয় বিষয়ক, অন্যটি আদিবাসী স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত পোর্টাল এবং তৃতীয়টি হচ্ছে কর্মক্ষমতা বিষয়ক। এই তিনটি স্বর্ণপদক গ্রহণ করেছেন মন্ত্রকের পক্ষ থেকে যুগ্ম সচিব ডক্টর নভেল জিৎ কাপুর। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা তাঁর ভাষণে বলেন,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আদিবাসীদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
***
CG/SB
(Release ID: 1689567)
Visitor Counter : 214