বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
মস্তিষ্কের ধমনীগুলির রক্তপ্রবাহের গতি রোধ এবং হৃদপিন্ডের ছিদ্র নিরাময়ের জন্য দেশের প্রথম ডিভাইস উদ্ভাবনের ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর চুক্তি
Posted On:
17 JAN 2021 12:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২১
মস্তিষ্কে ধমনীর রক্ত প্রবাহ প্রতিরোধ করে রক্তের প্রবাহ হ্রাস করার জন্য এবং হৃদপিন্ডের ছিদ্রের আরও ভালো নিরাময়ের জন্য একটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে উদ্ভাবিত ডিভাইস বা সরঞ্জামের উদ্ভাবনের বিষয়ে প্রযুক্তি হস্তান্তর হয়েছে।
নাইটিনল ভিত্তিক ডিভাইসগুলি যা বর্তমানে অ্যাট্রিয়াল সেক্টাল ডিফেক্ট (এএসডি) নিরাময় করতে বা হৃদযন্ত্রের ছিদ্রের উপশম করতে ব্যবহৃত হয় তার চাহিদা পূরণ করে আমদানি হ্রাস করবে। বর্তমানে প্রতি ১ হাজার জন শিশুর মধ্যে ৪টি শিশুর ক্ষেত্রেই এধরণের শারীরিক সমস্যা রয়েছে।
বর্তমানে ভারতে মস্তিষ্কের ধমনীতে রক্ত প্রবাহের কৃত্রিম ডাইভার্টর স্টেন্ট তৈরি হয় না। এমনকি এই ধরণের স্টেন্টগুলি মস্তিষ্কের ইন্ট্রাক্রানিয়াল অ্যানিউরিজম বা ধমনীগুলির স্থানীয়ভাবে রক্তপ্রবাহকে প্রতিরোধ করার জন্য প্রয়োজন। এই ধরণের কৃত্রিম উপকরণ হৃদযন্ত্রের ছিদ্র এবং মস্তিষ্কের রক্ত প্রবাহের সরবরাহ প্রতিহত হওয়ার দরুন স্ট্রোকের সম্ভাবনা কমায়।
তাই, এধরণের মস্তিস্ক ও হৃদযন্ত্র সম্পর্কিত জটিল সমস্যাগুলির সমাধানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বশাসিত প্রতিষ্ঠান শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি ভারতে দুটি বায়োমেডিকেল ইনপ্ল্যান্ট ডিভাইসের জন্য পুনের বায়েরাড মেডিসিসের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই প্রযুক্তি হস্তান্তর চুক্তিগুলিতে স্বাক্ষর করেন শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির অধিকর্তা ডাঃ কে জয়কুমার এবং বায়োরাড মেডিসিসের ম্যানিজিং ডাইরেক্টর শ্রী জিতেন্দ্র হেগরে। চলতি সপ্তাহের গোড়ায় দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে সিএসআইআর-এনএএল-এর অধিকর্তা ডাঃ জিতেন্দ্র জে যাদব যোগ দেন। শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি উদ্ভাবিত আধুনিক উপকরণগুলি হৃদযন্ত্রের ছিদ্রের উপশমে এবং সংলগ্ন অংশের টিস্যুগুলির ন্যূনতম ক্ষতি এড়াতে সাহায্য করবে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানের উদ্ভাবিত এই ডিভাইস দুটি ভারতীয় পেটেন্ট বা সত্ত্বের জন্য মন্ত্রকের কাছে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি আন্তর্জাতিক পেটেন্ট এবং নকশা সংক্রান্ত রেজিট্রেশন রয়েছে।
***
CG/BD/SKD
(Release ID: 1689411)
Visitor Counter : 245