তথ্যওসম্প্রচারমন্ত্রক

আইএফএফআই বিশ্ব প্যানারোমা বিভাগে চলচ্চিত্রগুলির তালিকা প্রকাশ করেছে

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২১
 
ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্যানোরামা বিভাগে যেসব ছবি দেখানো হবে তার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। বিশ্বজুড়ে বাছাই করা ৫০টি চলচ্চিত্র এই তালিকায় স্থান পেয়েছে।
 
 
তালিকায় যে সমস্ত চলচ্চিত্রগুলি রয়েছে সেগুলি হচ্ছে-
 
১) ছবি- অনলি হিউম্যান
পরিচালক- আইগর ইভানভ।
দেশ- মেসিডোনিয়া।
২) ছবি- দ্যা লইয়ার।
পরিচালক- রোমাহ জাভা রুস্কাস। 
দেশ- লিথুয়ানিয়া।
৩) ছবি- রূপসা নদীর বাঁকে।
পরিচালক- তানভীর মোকাম্মেল।
দেশ- বাংলাদেশ।
৪) ছবি- বাটেন ইস হেট ফিস্ট।
পরিচালক- জিলি নেসনা।
দেশ- নেদারল্যান্ডস।
৫) ছবি- থ্রি পাফ।
পরিচালক- সামান স্যালর।
দেশ- অ্যান্ডোরা
৬) ছবি- দ্য আটলান্টিক সিটি স্টোরি।
পরিচালক- হেনরি বুটাস।
দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র।
৭) ছবি- জেসচার।
পরিচালক- পউয়া পরসমাঘম।
দেশ- ইরান।
৮) ছবি- জানিম,টাইনে পোভেরিস।
পরিচালক- আরনার নুরগালিব।
দেশ- কাজাকিস্তান।
৯) ছবি- রানিং এগেনস্ট দা উইনড।
পরিচালক- জান ফিলিপ ওয়েল।
দেশ- জার্মানি, ইথিওপিয়া।
১০) ছবি- স্প্রিং ব্লোজম।
পরিচালক- সুজানে লিন্ডন।
দেশ- ফ্রান্স।
১১) ছবি- দা অডিশন।
পরিচালক- ইনা ওয়েজি।
দেশ- জার্মানি।
১২) ছবি- মোরাল অর্ডার।
পরিচালক- মারিও ব্যারোসো।
দেশ- পর্তুগাল।
১৩) ছবি- আন আইডেন্টিফায়েড।
পরিচালক- বোগদান জর্জ আপেত্রি।
দেশ- রোমানিয়া।
১৪) ছবি- দা ফাস্ট ডেট অফ জোয়ানা।
পরিচালক-খৃষ্টানী অলিভেরা। 
দেশ- ব্রাজিল।
১৫) ছবি- দি ট্রাবল উইথ নেচার।
পরিচালক- ইলুম জ্যাকোবি।
দেশ- ডেনমার্ক, ফ্রান্স। ১৬) ছবি- দা ক্যাসেল।
পরিচালক- লিনা লুজুতি।
দেশ- লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড।
১৭) ছবি- ম্যাটারনাল।
পরিচালক- মৌড়া ডেলপেরো।
দেশ- ইতালি।
১৮) ছবি- এ ফিশ সুইমিং আপসাইড ডাউন।
পরিচালক- এরলিজা পেটকোভা।
দেশ- জার্মানি।
১৯) ছবি- ফনা।
পরিচালক- নিকোলাস পেরেরা।
দেশ- স্প্যানিশ।
২০) ছবি- সুকসুক।
পরিচালক- রে ইয়ং।
দেশ- হংকং।
২১) ছবি- লং টাইম নো সি।
পরিচালক- পিয়ারী ফিলমান।
দেশ- ফ্রান্স।
২২) ছবি- সামার রিনবেলস।
পরিচালক- মার্টিনা সাকোভা।
দেশ- স্লোভাকিয়া।
২৩) ছবি- ইন দা ডাস্ক।
পরিচালক- সারূনাস বার্টাস।
দেশ- লিথুয়ানিয়া।
২৪) ছবি- এ কমোন ক্রাইম।
পরিচালক- ফ্রান্সিস্কো মার্কেজ।
দেশ- আর্জেন্টিনা।
২৫) ছবি- লোলা।
পরিচালক- লরেন্ট মাইকেলি।
দেশ- বেলজিয়াম, ফ্রান্স।
২৬) ছবি- দা ভয়েস লেস।
পরিচালক-পাস্ক্যাল রাবেতী।
দেশ- ফ্রান্স।
২৭) ছবি- দা টেস্ট অফ ফো।
পরিচালক- মারিকো ববরিক।
দেশ- পোল্যান্ড, জার্মানি।
২৮) ছবি- স্টারডাস্ট।
পরিচালক- গ্যাব্রিয়েল রেঞ্জ।
দেশ- ইউকে।
২৯) ছবি- ফানি ফেস।
পরিচালক- টিম সাটন।
দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র।
৩০) ছবি- নেকেড অ্যানিম্যালস।
পরিচালক- মেলানি ওয়ালডে।
দেশ- জার্মানি।
 ৩১) ছবি- ল্যাস নিনাস।
পরিচালক- পিলার পালোমেরো।
দেশ- স্পেন।
৩২) ছবি- কালা আজার।
পরিচালক- জানিস রাফা।
দেশ- নেদারল্যান্ডস, গ্রিস।
৩৩) ছবি- হিক্টোফার ওহনো কাবথালী।
পরিচালক- রুসলান ম্যাগো মাদোব।
দেশ- রাশিয়া।
৩৪) ছবি- প্যারাডাইস।
পরিচালক- ইমানুয়েল এজার।
দেশ- জার্মানি।
৩৫) ছবি- বর্ডার লাইন।
পরিচালক আন্না আলফিরি।
দেশ- ইউকে।
৩৬) ছবি- এ সিম্পল ম্যান।
পরিচালক- ট্যাসোস জেরাকিনিস।
দেশ- গ্রিস।
৩৭) ছবি- ১৮০ ডিগ্রী রুল।
পরিচালক- ফার্নোস সামাডি।
দেশ- ইরান।
৩৮) ছবি- হেয়ার উই আর।
পরিচালক- নীর বার্জম্যান।
দেশ- ইজরায়েল, ইটালি।
৩৯) ছবি- দা বর্ডার।
পরিচালক- ডাভাইড ডেভিড ক্যারিরা।
দেশ- কলম্বিয়া।
৪০) ছবি-এন্ড অফ সিজন।
পরিচালক- এলমার ইমানব।
দেশ- আজারবাইজান, জার্মানি, জর্জিয়া।
৪১) ছবি- দিস ইজ মাই ডিজায়ার।
পরিচালক- আরে ইসিরি, চুকো ইসিরি।
দেশ- নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
৪২) ছবি- কারনাওয়াল।
পরিচালক- জন পাবলো ফিলিপস।
দেশ- আর্জেন্টিনা।
৪৩) ছবি- পেরেন্টস।
পরিচালক- এরিক বার্গক্রট, রুথ সুইকার্ট। দেশ- সুইজারল্যান্ড।
৪৪) ছবি- দা ভয়েজ।
পরিচালক অগনজেন সিভিলিস।
দেশ- ক্রোয়েশিয়া।
৪৫) ছবি- স্পাইরাল ফিয়ার ইজ এভরি হোয়্যার।
পরিচালক- কার্টিজ ডেভিড হার্ডার।
দেশ- কানাডা।
৪৬) ছবি- ইসাক।
পরিচালক এঞ্জেলস হার্নান্ডেজ এন্ড ডেভিড মেটামোরস।
দেশ- স্পেন।
৪৭) ছবি- ফেয়ারওয়েল অ্যামোর।
পরিচালক- একোয়া ম্যাসাঙ্গি।
দেশ- ইউএস।
৪৮) ছবি-দা ম্যান হু সোল্ড হিজ স্কিন।
পরিচালক কাওথার বেন হানিয়া।
দেশ- তানিশিয়া, ফ্রান্স।
৪৯) ছবি- রোলান্ড রেবার্স ক্যাবারেট অফ ডেথ।
পরিচালক-রোলান্ড রেবার।
দেশ- জার্মানি।
৫০) ছবি- চিল্ড্রেন অফ দা সান।
পরিচালক- প্রসন্ন ভিথানেজ।
দেশ- শ্রীলঙ্কা।
 
***
 
 
CG/SB

(Release ID: 1688259) Visitor Counter : 312