বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

অতি উচ্চ গতিশীল ইলেকট্রন গ্যাস কোয়ান্টাম ডিভাইসের মাধ্যমে তথ্য স্থানান্তরের গতি এবং ডাটা সঞ্চয় করার ঘনত্ব বাড়িয়ে তুলতে পারে

Posted On: 12 JAN 2021 3:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জানুয়ারি, ২০২১

বিজ্ঞানীরা উৎপন্ন করেছে এক অতি উচ্চ গতিশীল ইলেকট্রন গ্যাস কোয়ান্টাম যা ডিভাইসের মাধ্যমে তথ্য স্থানান্তরের গতি এবং ডাটা সঞ্চয় করার ঘনত্ব বাড়িয়ে তুলতে পারে।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্ব-শাসিত সংস্থা পাঞ্জাবের মহলির ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স এন্ড টেকনোলজির বিজ্ঞানীরা এই উচ্চগতিসম্পন্ন টু-ডি ইলেকট্রন গ্যাস উৎপন্ন করেছে।

এই ইলেকট্রন গ্যাসের উচ্চ গতিশীলতার কারণে ইলেকট্রনগুলি দীর্ঘ দূরত্বের জন্য কোন সংঘর্ষ অনুভূত হয় না। ফলে তাদের স্মৃতি ও তথ্য মুছে যায় না। যে কারণে এই জাতীয় পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে জানা গেছে। এর পাশাপাশি তাপ হিসাবে শক্তি অপচয় করে না। যে কারণে এই ধরনের ডিভাইসগুলি সহজে উত্তপ্ত হয়ে ওঠে না এবং তা ব্যবহার করতে কম শক্তির প্রয়োজন হয়।

ইনস্টিটিউট অব ন্যানোসায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ডক্টর শুভঙ্কর চক্রবর্তী এটি প্রস্তুত করেছেন। যা অ্যাডভান্সড কোয়ান্টাম টেকনোলোজি জার্নালে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

***

 

 

CG/ SB


(Release ID: 1688054) Visitor Counter : 227