আইনওবিচারমন্ত্রক
শ্রেষ্ঠ ডিজিটাল গভর্নেন্সের জন্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের ই-কমিটি'কে প্ল্যাটিনাম পুরস্কার প্রদান করেছেন
Posted On:
30 DEC 2020 6:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২০
অনলাইন ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ ডিজিটাল গভর্নেন্সের জন্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের ই-কমিটি'কে প্ল্যাটিনাম পুরস্কার প্রদান করেছেন।
ই-আদালত প্রকল্পটি কার্যকর করেছে সুপ্রিম কোর্টের ই-কমিটি।এই কাজে সাহায্য করেছে কেন্দ্রীয় বিচার বিভাগ এবং জাতীয় তথ্য কেন্দ্র (এনআইসি)।ভারত সরকার মিশন মোডে এই প্রকল্প চালু করেছে।প্রকল্পটি ই-গভর্নেন্সে ক্ষেত্রে একটি উদাহরণ স্থাপন করেছে।এবছরের গত ১৪ ডিসেম্বরের হিসেব অনুযায়ী ৩৪৩ দিনে ই-লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে ২৩২,৪২,৮৩,৩০৪ টি লেনদেন সম্পন্ন হয়েছে। অর্থাৎ গড়ে দৈনিক ৬৭.০৬ লক্ষ ই-লেনদেন হয়েছে।
ই-আদালত পরিষেবার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, এসএমএস ইমেল এর মাধ্যমে ৩২৯৩ টি আদালত প্রাঙ্গন থেকে নাগরিকরা মামলার অবস্থা,আদালতের নির্দেশ জানতে পারেন।এমনকি সাধারণ নাগরিক / মামলা-মোকদ্দমাকারি / আইনজীবিরা ১৩.৭৯ কোটি মামলা,১৩.১২ কোটি আদালতের নির্দেশ এবং রায় ২৪ঘন্টা বিনামূল্যে পাবেন।দেশ জুড়ে ডিজিটাল পরিকাঠামোর সাহায্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহামারীর সময়েও ৫৫,৪১৭,৫৮ মামলার শুনানি চলে।
সুপ্রিম কোর্টের ই-কমিটি গঠিত হয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে(প্রধান পৃষ্ঠপোষক), বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচুর(চেয়ারপার্সন), বোম্বাই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আর.সি. চভান,(ভাইস চেয়ারপার্সন)এর সমন্বয়ে। এই কমিটিতে চার জন সদস্য রয়েছেন ।
***
CG/SS
(Release ID: 1685158)
Visitor Counter : 104