ভূ-বিজ্ঞানমন্ত্রক

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমএস) এবং উত্তর পূর্বাঞ্চলীয় মহাকাশ স্থাপন কেন্দ্র যৌথভাবে ভার্চুয়াল মাধ্যমে ৪ দিনের ক্রান্তীয় আবহাওয়া সংক্রান্ত বিষয়ে সম্মেলনের আয়োজন করেছে

Posted On: 15 DEC 2020 1:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫ ডিসেম্বর, ২০২০

    শিলং-এর উত্তর পূর্বাঞ্চলীয় মহাকাশ স্থাপন কেন্দ্র (এনইএসএসি)-এর সহযোগিতায় ভারতীয় আবহাওয়া সমিতি (আইএমএস) ১৪-১৭ই ডিসেম্বর শিলং-এর এনইএসএসি-তে ‘আবহাওয়া এবং পাবর্ত্য অঞ্চলের ওপর জলবায়ু সংক্রান্ত  বিষয়’ শীর্ষক ক্রান্তীয় আবহাওয়া-এর ওপর একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে।প্রথম দিন থেকেই  এই সম্মেলনে যথেষ্ট সাড়া মিলেছে। ইতিমধ্যেই ৪৫০ জন প্রতিনিধি নাম নথিভুক্ত করেছেন। ৩১৫টি গবেষণা পত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও এই সম্মেলনে ১২টি পূর্ণাঙ্গ বক্তৃতা, বিশিষ্ট বিজ্ঞানীদের ১৩টি আমন্ত্রিত ব্যক্তির আলোচনা, ২টি স্মারক বক্তৃতা এবং একটি জনপ্রিয় বক্তৃতা রয়েছে। ৪দিনের এই সম্মেলনে বিশ্ব আবহাওয়া সংস্থার উপ মহাসচিবের একটি বিশেষ আলোচনাও রয়েছে। 

    সম্মেলনের সূচনায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ডঃ এম এন রাজীবন। এছাড়াও সম্মানিও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলীয় পর্ষদের সচিব শ্রী মোসেস কে চালায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ এম মহাপাত্র। 

    হিমালয় ও অন্যান্য পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকায় আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত বিষয়ের ওপর বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। উত্তর পূর্বাঞ্চলীয় পর্ষদের সচিব শ্রী এম কে চালায় পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের জীবন জীবিকা ক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের ফলে উত্থাপিত সমস্যাগুলির মোকাবিলায় উন্নত পরিষেবা প্রদানের ওপর জোর দেন। 

    ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ডঃ রাজীবন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং ভূবিজ্ঞান মন্ত্রকের উদ্যোগে ডপলার ওয়েদার রাডার ও অটোমেটিক ওয়েদার স্টেশন বা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি পশ্চিম হিমালয়ে 'হিমাংশ পর্যবেক্ষণ' কেন্দ্র তৈরির মতো বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পার্বত্য অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর সমস্যা সমাধানের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার এবং তরুণ প্রজন্মের বৃহত্তর সম্পৃক্তার ওপর জোর দেন তিনি। শ্রী রাজীবন বলেন, হিমালয় অঞ্চল বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় গড়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে। হিমবাহ গলে যাওয়ার ঘটনা বড় উদ্বেগের বিষয়। জলবায়ু পরিবর্তন হিমালয়ে জীব বৈচিত্র্যের ওপর প্রভাব সৃষ্টি করছে বলেও তিনি জানান। এরফলে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পরতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

    ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মহাপাত্র ভারতীয় আবহাওয়া সমিতির নতুন উদ্যোগ এবং হিমালয় অঞ্চল ও উচ্চ পার্বত্য এলাকায় আবহাওয়া , জলবায়ু সংক্রান্ত বিষয়ে পরিষেবা উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। পার্বত্য অঞ্চলে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে পরিষেবার মতো জটিল সমস্যাগুলির মোকাবিলায় কেন্দ্র, রাজ্য ও সরকারি সংস্থাগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠান চলাকালীন বিশ্ব আবহাওয়া দপ্তরের উপ-মহাসচিবের বক্তব্য পাঠ করেন আইএমএফ-এর সচিব ডঃ ডি আর পট্টনায়ক। ২০১৯এর অক্টোবরে জেনেভায় বিশ্ব আবহাওয়া দপ্তরের সম্মেলনে উচ্চ পার্বত্য এলাকা বিষয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রটি এখানে পরিবেশিত হয়। 

***

 

 

CG/SS/NS



(Release ID: 1680798) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Tamil