জলশক্তি মন্ত্রক

পলি নিষ্কাশনে পরিকাঠামোগত উন্নয়নের জন্য নরওয়েজিয়ান ইনস্টিটিউট অফ বায়ো ইকনমি রিসার্চের সঙ্গে সি গঙ্গার সমঝোতা চুক্তি স্বাক্ষর

Posted On: 14 DEC 2020 7:16PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৪ ডিসেম্বর, ২০২০
 
নদীর নাব্যতা রক্ষায় পলি নিষ্কাশনে পরিকাঠামোগত উন্নয়নের জন্য নরওয়েজ ইনস্টিটিউট অফ বায়ো ইকোনমি রিসার্চের সঙ্গে সেন্টার ফর গঙ্গা রিভার বেসিন ম্যানেজমেন্ট এন্ড স্টাডিস, সি গঙ্গার একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিটের চতুর্থ দিনে আজ এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। নরওয়েতে ভারতের রাষ্ট্রদূত ডক্টর ভাস্কর বলেছিলেন, ভারতে নরওয়ের সেরা ব্যবস্থাপনার সুযোগ নেওয়া উচিত এবং তারা কিভাবে স্থানীয় প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নিতে পারে তা দেখতে হবে। অন্যদিকে, ভারতে নিযুক্ত নরওয়ের কূটনীতিক করিনা অ্যাসবজর্নসেন আশা প্রকাশ করেছেন যে নরওয়ে বিশেষত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণরোধে ভারতের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায়। ভারতের সঙ্গে তাঁদের  কাজ করার বিষয়টি নিয়ে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। দিল্লিতে তাঁরা একটি কেন্দ্রও চালু করেছে বলে জানান।
 
জলশক্তি মন্ত্রকের সচিব শ্রী ইউ পি সিং জানিয়েছেন যে ভারতের জলের কোনো ঘাটতি নেই তবে জল ব্যবস্থাপনার উন্নতি করতে হবে এবং এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোকপাত করতে হবে।
 
***
 
 
CG/SB


(Release ID: 1680656) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Hindi , Tamil