কৃষিমন্ত্রক

খারিফ বিপণন মরসুমে ন্যূনতম সহায়ক মূল্যের ক্রিয়া-কলাপ


মোট ৩৪৫৪৪২৯ তুলোর গাঁট যার মূল্য ১০১৪৫.৪৯ কোটি টাকা সংগ্রহ করায় মোট ৬৮৯৫১০ জন কৃষক উপকৃত

Posted On: 04 DEC 2020 5:34PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৪ ডিসেম্বর, ২০২০

 

কেন্দ্র বর্তমান খারিফ বিপণন মরসুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল সংগ্রহ অব্যাহত রেখেছে। গত ৩ ডিসেম্বর পর্যন্ত সরকার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাডু, চন্ডিগড়, জম্মু ও কাশ্মীর, কেরালা, গুজরাট, অন্ধপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য ৩২৯.৮৬ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। গত বছর এর পরিমাণ ছিল ২৭৫.৯৮ লক্ষ মেট্রিক টন। অর্থাৎ গত বছরের তুলনায় ১৯. ৫২ শতাংশ বেশি। এবছর যে ৩২৯.৮৬ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে তার মধ্যে পাঞ্জাব একাই দিয়েছে ২০২.৭৭ লক্ষ মেট্রিক টন ধান। যা মোট সংগ্রহের ৬১.৪৭ শতাংশ।

ইতিমধ্যেই ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করে ৩১.৭৮ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। ধান সংগ্রহ বাবদ ব্যয় হয়েছে ৬২২৭৮.৬১ কোটি টাকা।

বিভিন্ন রাজ্যের প্রস্তাব অনুযায়ী খারিফ মরশুমে সরকার ৪৫.২৪ লক্ষ মেট্রিক টন ডাল ও তৈলবীজ সংগ্রহের অনুমোদন দিয়েছে। গত ৩ ডিসেম্বর পর্যন্ত সরকার নোডাল এজেন্সির মাধ্যমে ১২০৬২৬.২২ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে। এ বাবদ ৬৪৯.৫০ কোটি টাকা খরচ হয়েছে। উপকৃত হয়েছেন ৬৮৯৭৮ জন কৃষক। এর অধিকাংশই তামিলনাডু, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা এবং রাজস্থানের।

অন্যদিকে, ৩ ডিসেম্বর পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, ওড়িশা এবং কর্ণাটক থেকে মোট ৩৪৫৪৪২৯ তুলোর গাঁট যার মূল্য ১০১৪৫.৪৯ কোটি টাকা সংগ্রহ হয়েছে। এর ফলে মোট ৬৮৯৫১০ জন কৃষক উপকৃত হয়েছেন।

***

 

CG/SB



(Release ID: 1678454) Visitor Counter : 111