পর্যটনমন্ত্রক

দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের আওতায় পর্যটন মন্ত্রকের আয়োজিত “স্টোরিজ অফ্ চেন্নাই” শীর্ষক ওয়েব ভিত্তিক আলোচনা সভা

Posted On: 07 NOV 2020 9:00PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৮ নভেম্বর, ২০২০

 

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের উদ্যোগে দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের আওতায় “স্টোরিজ অফ্ চেন্নাই” বা চেন্নাইয়ের গল্প শীর্ষক ওয়েব ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ক্ষমতা প্রতিস্থাপনে অন্যতম কেন্দ্রস্থল ছিল চেন্নাই। চেন্নাইয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রঙ বে রঙ-এর মন্দির, একাধিক ঔপনিবেশিক নিদর্শন, বাজার, শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যকলার মতো একাধিক সাংস্কৃতিক নিদর্শন, যা এখনও পর্যটকদের মুগ্ধ করে। দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের আওতায় দেশের অভ্যন্তরীণ পর্যটন ক্ষেত্রকে তুলে ধরতে “এক ভারত শ্রেষ্ঠ ভারত” কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে চেন্নাইয়ের অজানা নানা তথ্য এদিনের ওয়েবিনারে তুলে ধরা হয়। 

ইতিহাসে স্নাতকোত্তর এবং ঐতিহাসিক ও পৌরানিক কাহিনী সংগ্রাহক শ্রীমতী আকিলা রামন গল্পের ছলে চেন্নাইয়ের বিভিন্ন এই অজানা তথ্য তুলে ধরেন। 

চেন্নাইয়ের পূর্বের নাম ছিল মাদ্রাজ। ১৯৯৬ সাল পর্যন্ত তামিলনাড়ু রাজ্যের রাজধানী ছিল মাদ্রাজ। বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি এবং সাংস্কৃতিক কেন্দ্রের পীঠস্থান হিসেবে পরিচিত মাদ্রাজ রেশম, গাড়ির যন্ত্রাংশ, সোনা, বিদ্যুতিক সরঞ্জাম, তথ্য প্রযুক্তি ক্ষেত্রের ভাণ্ডার হিসেবে খ্যাত। এই শহরে একধিক মন্দির রয়েছে। বঙ্গোপসাগরের করমন্ডল উপকূলে অবস্থিত দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষা কেন্দ্র হলো চেন্নাই। মাদ্রাজ নামের উৎস এবং সেখানে ব্রিটিশ শাসন ব্যবস্থাপনার বিভিন্ন দিক এই ওয়েবিনারে তুলে ধরা হয়। এই বন্দরনগরীতে পর্তুগীজদের নানান নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এদিনের ওয়েবিনারে উপস্থাপক চেন্নাই শহরের নানান অজানা তথ্য তুলে ধরেন। কলকাতার পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর চেন্নাইয়ে অবস্থিত। বৌদ্ধ শিল্পের নানান নিদর্শন এখানে রয়েছে। এমনকি চেন্নাইয়ে নানান সুস্বাদু খাবার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

ভারতের পর্যটন মন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক রুপিন্দর ব্রার দেশের পর্যটন সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি আগ্রহী করে তুলতে এবং অজানা গন্তব্যস্থলগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরতে সরকারের একাধিক উদ্যোগের কথা জানান। দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজগুলি এখন পর্যটন মন্ত্রকের সামাজিক মাধ্যম ইউটিউবেও দেখতে পাওয়া যায়। ইউটিউবের লিঙ্কটি হলো - https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

***

 

CG/SS/SKD



(Release ID: 1671303) Visitor Counter : 203


Read this release in: English , Urdu , Tamil