প্রতিরক্ষামন্ত্রক
ভারত এবং বাংলাদেশের নৌ-বাহিনীর মধ্যে বঙ্গোসাগরে যৌথ মহড়া এবং দুই বাহিনীর উপকূল সীমানায় টলহদারি
Posted On:
02 OCT 2020 6:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ অক্টোবর, ২০২০
বঙ্গোপসাগরের উত্তরাংশে বঙ্গোসাগরে ভারত এবং বাংলাদেশের নৌ-বাহিনীর মধ্যে যৌথ মহড়া শুরু হচ্ছে আগামীকাল। দুই দেশের মধ্যে ২০১৯ সালে প্রথম এই মহড়া আয়োজিত হয়েছিল। এই মহড়ার লক্ষ্যই হলো দুই দেশের নৌ-বাহিনীর মধ্যে যৌথ সামুদ্রিক অভিযান ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি। বঙ্গোসাগরের এই মহড়ায় দুই দেশের নৌ-বাহিনীর জাহাজ অংশ নেবে। এখানে ভূমি থেকে যুদ্ধ পরিচালন ব্যবস্থাপনা এবং হেলিকপ্টারের সাহায্যে অভিযান চালানোর বিষয়ে মহড়া চলবে।
এই মহড়ার পাশাপাশি ভারত এবং বাংলাদেশের নৌ-বাহিনীর মধ্যে তৃতীয় পর্যায়ে কোর্ডিনেটেড পেট্রোল (সিওআরপিএটি) অনুষ্ঠিত হবে ৪ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ভারত এবং বাংলাদেশের নৌ-বাহিনী আন্তর্জাতিক উপকূল সীমান্ত রেখা বরাবর যৌথ টহলদারি চালাবে। বেআইনী কার্যকলাপ বন্ধের লক্ষ্যেই উভয় দেশের নৌ-বাহিনী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে।
ভারতীয় নৌ-জাহাজ আইএনএস কিলতান, দেশীয়ভাবে নির্মিত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেতি এবং আইএনএস খুকরি, দেশীয়ভাবে নির্মিত গাউডেড মিসাইল করভেতি এই মহড়ায় অংশ নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ নৌ-জাহাজ আবুবকর, গাউডেড মিসাইল রণতরি এবং গাউডেড মিসাইল করভেতি এই মহড়ায় অংশ নেবে। উভয় নৌ-বাহিনীর উপকূল অঞ্চলে টহলদারি হেলিকপ্টারও এই মহড়ায় অংশ নিচ্ছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নিবিড় দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। এই মহড়ার মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করে তুলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ চলাকালীন বঙ্গোসাগরে এই মহড়া বিশেষ গুরুত্ব পেয়েছে।
ভারত ও বাংলাদেশের নৌ-বাহিনীর মধ্যে উপকূল সীমান্ত বরাবর টহলদারি প্রক্রিয়া এবং বঙ্গোসাগরে দুই বাহিনীর মহড়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর “সাগর” (নিরাপত্তা এবং সংশ্লিষ্ট অঞ্চলে সকলের জন্য উন্নয়ন) দৃষ্টিভঙ্গিরই সফল রূপায়ন।
CG/SS/SKD
(Release ID: 1661193)
Visitor Counter : 191