বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

“জাতীয় বায়োফার্মা মিশনের আওতায় বায়োফার্মাসিউটিক্যাল পণ্যের বিকাশে জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে সহায়তা প্রদান করেছে, শিল্প-শিক্ষার মধ্যে আন্তঃসংযোগ বাড়িয়ে তুলেছে এবং প্রতিষেধক, বায়োথেরাপিউটিক্স, সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রীগুলির প্রযুক্তি উন্নয়নে সুযোগ তৈরি করে দিয়েছে”- ডাঃ হর্ষ বর্ধন

Posted On: 24 SEP 2020 4:45PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৪ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
    সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সামগ্রী/পণ্যের বিকাশের মাধ্যমে দেশের স্বাস্থ্য ক্ষেত্রের মানোন্নয়নে ৫-৭টি বায়োফার্মাসিউটিক্যাল পণ্য বাজারে আনার লক্ষ্যে ২০১৭ সালে জাতীয় বায়োফার্মা মিশনকে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। 
 
    এই মিশনের প্রধান লক্ষ্যই হল প্রতিষেধক, বায়োসিমিলার এবং চিকিৎসা সরঞ্জামের সুনির্দিষ্ট পণ্যের বিকাশ। একইসঙ্গে উৎপাদিত চিকিৎসা সামগ্রীর পরীক্ষা ক্ষেত্রে জোর দেওয়ার লক্ষ্যে এই মিশন কার্যকর করা হয়েছে। এর আওতায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার বিকাশ, গবেষণা মূলক কাজকর্মে উৎসাহদান, বায়োফার্মাসিউটিক্যাল পণ্যের বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
    বায়োফার্মাসিউটিক্যাল পণ্যের বিকাশের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে সহায়তা প্রদান করা হয়েছে। শিল্প-শিক্ষা ক্ষেত্রের জন্য আন্তঃসংযোগ বাড়িয়ে তোলা হয়েছে। একইসঙ্গে প্রতিষেধক বায়োথেরাপিউটিক্স, সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রীগুলির প্রযুক্তি উন্নয়নে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। 
 
    দেশীয় পণ্য বিকাশের জন্য শিল্প ও শিক্ষা ক্ষেত্রে আর্থিক সাহায্য ও পরামর্শদাতার সহায়তা প্রদান করা হয়েছে। হরিয়ানাতে ৫টি প্রকল্প, ফরিদাবাদ জেলায় ৩টি প্রকল্প এবং গুরগাঁও জেলায় ২টি প্রকল্পে সাহায্য প্রদান করা হয়েছে।
 
    লোকসভায় বুধবার লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। 
 
 
 
 
CG/SS/NS


(Release ID: 1659019) Visitor Counter : 92


Read this release in: English , Punjabi , Tamil