ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে খাদ্যশস্য ও ডাল বন্টন
Posted On:
23 SEP 2020 1:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২০
প্রবাসী/আটকে পড়া শ্রমিকদের সম্পর্কিত তথ্য ও তাঁদের সংখ্যা যেহেতু জানা নেই, তাই তাঁদের সকলকে আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় নিয়ে এসে ২০১৩’র জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যে খাদ্যশস্য ও ডাল বন্টন করা হচ্ছে। এছাড়াও, এ ধরনের শ্রমিকদের রাজ্য গণবন্টন ব্যবস্থার আওতায় বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও ডাল সরবরাহ করা হয়। কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন দপ্তরের পক্ষ থেকে প্রায় ৮ কোটি প্রবাসী শ্রমিকের জন্য মে ও জুন – এই দুই মাসে সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রায় ২ কোটি ৮০ লক্ষ প্রবাসী শ্রমিককে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্যশস্য ও ডাল সরবরাহ করা হয়েছে। যেহেতু প্রবাসী/আটকে পড়া শ্রমিকদের চিহ্নিতকরণের প্রক্রিয়া সময় সাপেক্ষ তাই অধিকাংশ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল গত ৩১শে অগাস্ট পর্যন্ত এই শ্রেণীর মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য ও ডাল সরবারহের জন্য পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করেছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত মে ও জুন মাস গড়ে প্রায় ২ কোটি ৬৭ লক্ষ প্রবাসী শ্রমিক এই কর্মসূচির আওতায় ২ লক্ষ ৬৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য পেয়েছেন। এছাড়াও, এই কর্মসূচির আওতায় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৩৯ হাজার ১০১ মেট্রিক টনের বেশি ছোলা সরবরাহ করা হয়েছে। গত ৩১শে অগাস্ট পর্যন্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ১৬ হাজার ৬৩৯ মেট্রিক টনেরও বেশি ছোলা বন্টন করেছে।
রাজ্যসভায় আজ এক লিখিত জাবেব এই তথ্য দেন গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রী দানভে রাওসাহেব দাদারাও।
CG/BD/SB
(Release ID: 1658219)
Visitor Counter : 93