শিল্পওবাণিজ্যমন্ত্রক

রপ্তানি প্রসার পর্ষদ

Posted On: 23 SEP 2020 2:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
ভারতীয় পণ্য সামগ্রীর রপ্তানি প্রসারের উদ্দেশ্যে সোস্যাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট/কোম্পানি আইনের আওতায় রপ্তানিকারীদের সুসংগঠিত সংগঠন হিসাবে রপ্তানি প্রসার পর্ষদ স্থাপন করা হয়। এই পর্ষদ ২০১৫-২০ পর্যন্ত বৈদেশিক বাণিজ্য নীতির অ্যাপেন্ডিক্স 2T-তে উল্লিখিত বিভিন্ন পণ্য সামগ্রী ও পরিষেবার প্রসারের কাজে যুক্ত। বাণিজ্য দপ্তরে এ ধরনের ১৪টি রপ্তানি প্রসার পর্ষদ নথিভুক্ত হয়েছে। রপ্তানি প্রসার পর্ষদগুলির কাজকর্ম সম্পর্কিত পর্যালোচনা প্রতিবেদন প্রতি বছর বার্ষিক প্রতিবেদন সহ সংসদে পেশ করা হয়। 
 
বাণিজ্য দপ্তরের স্বীকৃত রপ্তানি প্রসার পর্ষদগুলি নিম্নরূপ –
 
• ইইপিসি ইন্ডিয়া, কলকাতা
• কেমিকেল অ্যান্ড অ্যালায়েড প্রোডাক্ট এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল, কলকাতা
• শীল্যাক অ্যান্ড ফরেস্ট প্রোডাক্টস রপ্তানি প্রসার পর্ষদ, কলকাতা রয়েছে
• রত্নালঙ্কার রপ্তানি প্রসার পর্ষদ, মুম্বাই
• ভারতীয় তৈলবীজ ও পণ্য রপ্তানি প্রসার পর্ষদ, মুম্বাই
• ফার্মাসিউটিক্যালস রপ্তানি প্রসার পর্ষদ, হায়দরাবাদ
• সার্ভিসেস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল, নতুন দিল্লি
 
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল।
 
 
 
 
CG/BD/SB


(Release ID: 1658212) Visitor Counter : 153