স্বরাষ্ট্র মন্ত্রক

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা হওয়ার জন্য আবেদন

Posted On: 20 SEP 2020 5:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০২০

 


জম্মু ও কাশ্মীর সরকারের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২১ লক্ষ ১৩ হাজার ৮৭৯ জন ব্যক্তি স্থায়ী বাসিন্দা হওয়ার শংসাপত্র পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।


জম্মু ও কাশ্মীর স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শংসাপত্র বিধি, ২০২০-র ৫ নম্বর ধারায় এ ধরনের শংসাপত্র সংগ্রহের জন্য সুনির্দিষ্ট কিছু নথিপত্র সহ আবেদন করার সংস্থান রয়েছে। তবে, আবেদনের প্রয়োজনীয় নথিপত্র দেওয়া না হলে সেগুলি খারিজ হয়ে যাওয়ার যোগ্য। প্রাপ্ত্য তথ্যানুযায়ী, এখনও পর্যন্ত ১ লক্ষ ২১ হাজার ৬৩০টি আবেদন বাতিল হয়েছে। অবশ্য, জম্মু ও কাশ্মীর প্রশাসন ১৬ লক্ষ ৭৯ হাজার ৫২০টি স্থায়ী বাসিন্দা শংসাপত্র হস্তান্তরিত করেছে।


জম্মু ও কাশ্মীর সরকারের তথ্যানুযায়ী, সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল হওয়ার পর কাশ্মীর উপত্যকা থেকে কোনও হিন্দু পরিবারকে অন্যত্র চলে যেতে হয়নি। তবে, কাশ্মীরী পন্ডিতদের নতুন বিধি অনুযায়ী, স্থায়ী বাসিন্দা শংসাপত্র জারি করা হয়েছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।


লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।

 



CG/BD/SB



(Release ID: 1657109) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Assamese , Tamil