রাষ্ট্রপতির সচিবালয়
ভারতের রাষ্ট্রপতি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন
प्रविष्टि तिथि:
24 JAN 2026 5:06PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামীকাল (২৫ জানুয়ারী, ২০২৬) প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এই ভাষণটি আকাশবাণীর সমগ্র জাতীয় নেটওয়ার্কে সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচারিত হবে এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে হিন্দিতে সম্প্রচারিত হবে আর তারপর ইংরেজি সংস্করণ প্রচারিত হবে। দূরদর্শনে হিন্দি এবং ইংরেজিতে ভাষণ সম্প্রচারিত হবে এবং তারপরে দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষাগুলিতে সম্প্রচারিত হবে। আকাশবাণী রাত ৯টা থেকে আঞ্চলিক ভাষার সংস্করণগুলি সংশ্লিষ্ট আঞ্চলিক নেটওয়ার্কগুলিতে সম্প্রচার করবে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2219087)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English