প্রধানমন্ত্রীর দপ্তর
ডি জ্ঞানসুন্দরমের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
प्रविष्टि तिथि:
26 JAN 2026 9:48PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডি জ্ঞানসুন্দরমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, “থিরু ডি জ্ঞানসুন্দরম জি’র প্রয়াণে গভীরভাবে বেদনাহত। তামিল সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর লেখা এবং জীবনভর ন্যায় নিষ্ঠায় তিনি সমাজের সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করেছেন। তাঁর কাজ পাঠক ও বিদ্বজনদের প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা যোগাবে।
২০২৪ সালের জানুয়ারি মাসে তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গনাথস্বামী মন্দির সফরকালে তাঁর সঙ্গে আলাপচারিতার কথা আমার মনে পড়ছে। কাম্ব রামায়ণ সম্বন্ধে তাঁর উপলব্ধি অসাধারণ।
তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানাই। ঔঁ শান্তি”।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2219045)
आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English