PIB Headquarters
azadi ka amrit mahotsav

জাতীয় ভোটার দিবস ২০২৬

प्रविष्टि तिथि: 24 JAN 2026 9:43PM by PIB Kolkata

মূল বিষয়বস্তু

• প্রতি বছর জাতীয় ভোটার দিবস ২৫ জানুয়ারি সারা দেশে পালন করা হয়। উদ্দেশ্য- ভোটারদের সম্মান জানানো, যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা এবং সমাজের সব শ্রেণীর মানুষকে ভোটাধিকারের ব্যাপারে সচেতন করা।

• জাতীয় ভোটার দিবস ২০২৬-এর থিম হল- “My India, My Vote” এবং ট্যাগলাইন “Citizen at the Heart of Indian Democracy”

• ভারতের নির্বাচন কমিশন (ECI) নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে একাধিক সংস্কারমুখী কার্যক্রম গ্রহণ করেছে। SVEEP কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং ECINET আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতায় সহায়তা করেছে।

• cVIGIL অ্যাপের মাধ্যমে নির্বাচনী বিধিবঙ্গের ক্ষেত্রে দ্রুত রিপোর্ট করা সম্ভব হয়েছে। ভোটকেন্দ্রে ১০০% ওয়েবকাস্টিং-এর মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করা হয়েছে এবং EPIC কার্ড বিতরণ করার সময় কমিয়ে ১৫ দিনে আনা হয়েছে।

ভূমিকা

জাতীয় ভোটার দিবস প্রতি বছর ২৫ জানুয়ারি পালিত হয়, যা ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস হিসাবেও স্মরণীয়। এই দিনটি গণতন্ত্রের উদ্‌যাপন এবং নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা ও নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জাতীয় ভোটার দিবস ২০২৬-এর থিম

২০২৬ সালের জাতীয় ভোটার দিবসের থিম “My India, My Vote”—যা নাগরিককেন্দ্রিক গণতন্ত্রের ভাবনাকে তুলে ধরতে চলেছে। এই থিমের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ভারতীয় গণতন্ত্রের কেন্দ্রে রয়েছেন নাগরিক ও ভোটার।

জাতীয় ভোটার দিবসের গুরুত্ব

একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হলেন সক্রিয় ও সচেতন ভোটার। জাতীয় ভোটার দিবস ভোটারদের তালিকাভুক্তি করা, ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে উৎসাহিত করা এবং বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই দিনে প্রথমবার ভোটার হওয়া নাগরিকদের বিশেষভাবে সম্মান জানানো হয়।

উদ্‌যাপন ও কর্মসূচি

সারা দেশে সেমিনার, সাইকেল র‍যালি, মানববন্ধন, লোকসংস্কৃতি অনুষ্ঠান, মিনি ম্যারাথন এবং বিভিন্ন সচেতনতা কর্মসূচির মাধ্যমে জাতীয় ভোটার দিবস উদ্‌যাপন করা হয়। এই কর্মসূচিগুলির মূল লক্ষ্য হল, যুবসমাজ ও নতুন ভোটাররা।

জাতীয় ভোটার দিবস পুরস্কার (NVD 2026)

নির্বাচনী ব্যবস্থাপনায় উৎকর্ষতা ও উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে জাতীয় ও রাজ্য স্তরে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। ২০২৬ সালে Best Election District Awards প্রদান করা হবে, যেখানে ভোটার সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, নির্বাচন পরিচালনা এবং মিডিয়া প্রচারের মতো বিষয়গুলি বিবেচনায় আনা হবে।

জাতীয় ভোটার দিবস ২০২৬-এ নতুন উদ্যোগ

এই বছর রাষ্ট্রপতির উপস্থিতিতে ভোটার সচেতনতা সংক্রান্ত নতুন প্রচারাভিযান, তথ্যপুস্তিকা, অডিও-ভিজ্যুয়াল সামগ্রী এবং নির্বাচন কমিশনের সাফল্য তুলে ধরা বিভিন্ন প্রকাশনা ও ভিডিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে গৃহীত কর্মসূচি

স্কুল ও কলেজে বিতর্ক, প্রবন্ধ রচনা, অঙ্কন প্রতিযোগিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই দায়িত্বশীল ভোটার হিসেবে গড়ে ওঠে। এই উদ্যোগগুলি SVEEP কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গত কয়েক বছরে নির্বাচনী ব্যবস্থায় নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ

ভারতের নির্বাচনী ব্যবস্থা সময়ের সঙ্গে সঙ্গে একাধিক প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সংস্কারের মাধ্যমে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং ভোটার-সহায়ক হয়ে উঠেছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগ

ভোটকেন্দ্র ব্যবস্থাপনা

ভোটকেন্দ্রে মোবাইল জমা দেওয়ার ব্যবস্থা, প্রতি বুথে সর্বাধিক ১,২০০ ভোটারের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং ১০০% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা ভোটগ্রহণকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করেছে।

ভোটার পরিষেবা ও তথ্য প্রদান

ভোটারদের ভোটার তথ্য স্লিপ (VIS) বিতরণের ব্যবস্থা, ১৫ দিনের মধ্যে EPIC কার্ড বিতরণ এবং এসএমএসের মাধ্যমে নিয়মিত আপডেট ভোটার পরিষেবাকে আরও উন্নত করেছে।

ভোটার তালিকা ব্যবস্থাপনা

বিশেষ নিবিড় সংশোধন, মৃত্যু নিবন্ধনের তথ্য পর্যালোচনা করে ভোটার তালিকার সংশোধন এবং উপনির্বাচনের আগে বিশেষ সংশোধনের মাধ্যমে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা হয়েছে।

প্রযুক্তি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি

ডিজিটাল ব্যবস্থার ব্যবহার, BLO ও পুলিশের প্রশিক্ষণ, IIIDEM-এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং মিডিয়া আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচনী প্রক্রিয়াকে আরও পেশাদার ও দক্ষ করে তুলেছে।

অংশীদারদের সঙ্গে সমন্বয় ও রাজনৈতিক দল সংক্রান্ত সংস্কার

সারা দেশে সর্বদলীয় বৈঠক, রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত আলোচনা এবং অকার্যকর, নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দলগুলি (RUPP) বাতিলের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা ও নেতৃত্ব প্রদান

IICDEM ২০২৬ এবং দিল্লি ঘোষণা ২০২৬ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। পাঁচটি স্তম্ভের মাধ্যমে বিশ্বজুড়ে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার একটি রূপরেখা নির্ধারণ করা হয়েছে।

International IDEA–তে ভারতের সভাপতিত্ব (২০২৬)

২০২৬ সালে International IDEA-এর সভাপতিত্ব গ্রহণ করে ভারত গণতান্ত্রিক উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক অধিকারের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে।

উপসংহার

জাতীয় ভোটার দিবস ভারতের গণতান্ত্রিক অঙ্গীকারের এক শক্তিশালী প্রতীক। ২০২৬ সালের থিম “My India, My Vote” এই বার্তাই দেয় যে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ এবং প্রতিটি নাগরিকের ভূমিকা অপরিহার্য। ক্রমবর্ধমান ভোটদানের হার বৃদ্ধি ও ধারাবাহিক সংস্কারের মাধ্যমে ভারতের গণতন্ত্র বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।

তথ্যসূত্র

Election Commission of India

Vikaspedia

Press Information Bureau

My Bharat Gov

Others:

Click here for pdf file.

******

 

SSS/PK/24.1.26


(रिलीज़ आईडी: 2218398) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी