PIB Headquarters
azadi ka amrit mahotsav

ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা

प्रविष्टि तिथि: 22 JAN 2026 12:32PM by PIB Agartala

২২ জানুয়ারি, ২০২৬

 

মূল বিষয়বস্তু

* ভারতে ৪৩,২২৮-টি ভূগর্ভস্থ জলস্তর পর্যবেক্ষণ কেন্দ্র, ৭১২-টি জলশক্তি কেন্দ্র এবং ৫৩,২৬৪-টি জলের গুণগত মান পর্যবেক্ষণ কেন্দ্রের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

* জলশক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন (JSA: CTR), জল সঞ্চয় জন অংশীদারী (JSJB), অটল ভূজল যোজনা (Atal Jal) এবং মিশন অমৃত সরোবর-এর মতো উদ্যোগগুলি ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

* সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা (SDGs), বিশেষত SDG 6, SDG 11 এবং SDG 12 এর লক্ষ্য অর্জনের জন্য কার্যকর ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভূমিকা

ভূগর্ভস্থ জল ভারতের ব্যবহার উপযোগী জলের মূল উৎস। এটি কৃষি, পানীয় জল এবং শহরাঞ্চলে জলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং শিল্পাঞ্চলের সম্প্রসারণের ফলে ফলে ভূগর্ভস্থ জলের উপর চাপ বহুগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানভিত্তিক ও সুস্থায়ী ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা অপরিহার্য হয়ে উঠেছে। যদিও জল ব্যবস্থাপনা রাজ্য সরকারের অধীনস্থ কার্যক্রম, তবুও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প এবং প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

ভূগর্ভস্থ জল সম্পর্কে ধারণা

ভূগর্ভস্থ জল হল, সেই মিষ্টি জল যেটি মাটি ও শিলাস্তরের ভেতরে সঞ্চিত থাকে এবং অ্যাকুইফারের মাধ্যমে প্রবাহিত হয়। কূপ, নলকূপ ও বোরওয়েলের মাধ্যমে এই জল মানুষের ব্যবহারে আসে, ফলে, অ্যাকুইফার এর বিজ্ঞানভিত্তিক সংরক্ষণ অত্যন্ত জরুরি।

ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা

ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা সমন্বিত জলসম্পদ ব্যবস্থাপনার একটি অংশ। এর মূল লক্ষ্য হলো—অ্যাকুইফারের ব্যবহার সম্বন্ধে জানা, সমস্যাগুলি চিহ্নিত করা এবং এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে পরিবেশগত ভারসাম্য বজায় থাকে।

ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা

অতিরিক্ত উত্তোলন, জলস্তরের ক্রমাগত পতন এবং জলমানের অবনতি ভূগর্ভস্থ জলের উপর গভীর সংকট সৃষ্টি করেছে। সহজলভ্য ড্রিলিং প্রযুক্তি ও পাম্প ব্যবহারের ফলে অনিয়ন্ত্রিত উত্তোলন বেড়েছে, যা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে চলেছে।

সুস্থায়ী ও দীর্ঘমেয়াদী জল নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা

কার্যকর ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করে এবং SDG 6, 11 ও 12 অর্জনে সহায়তা করে। COP21-এ ভারতের প্রতিশ্রুতির প্রেক্ষিতে এই ব্যবস্থাপনার গুরুত্ব আরও বেড়েছে।

মডেল ভূগর্ভস্থ জল (নিয়ম ও বিকাশ ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ) বিল

ভূগর্ভস্থ জলের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ ও সুস্থায়ী ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একটি মডেল ভূগর্ভস্থ জল বিল প্রণয়ন করেছে। এখন পর্যন্ত ২১-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এটি গ্রহণ করেছে এবং কেন্দ্র–রাজ্য সহযোগিতার মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে।

জলশক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন (JSA: CTR) বা বৃষ্টির জল ধরো

২০২১ সালে শুরু হওয়া এই অভিযান দেশজুড়ে জল সংরক্ষণ ও বৃষ্টির জল ধরে রাখার বিষয়ে সচেতনতা তৈরি করেছে। জলাশয় সংস্কার, বৃষ্টির জল সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিত্যক্ত বোরওয়েলগুলি পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে ভূগর্ভস্থ জল সংরক্ষণ করা সম্ভবপর হয়েছে।

জল সঞ্চয় জন অংশীদারী (JSJB)

২০২৪ সালে চালু হওয়া এই উদ্যোগটি স্থানীয় স্তরে জনগণের অংশগ্রহণের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ ও কৃত্রিম পুনর্ভরণে জোর দিয়ে চলেছে। JSJB 1.0 ও 2.0 এর মাধ্যমে ৩৯ লক্ষের বেশি পুনর্ভরণ ও জল সংরক্ষণ প্রকল্প সম্পন্ন হয়েছে।

জাতীয় ভূগর্ভস্থ জলধারন সংক্রান্ত নকশা ও ব্যবস্থাপনা কর্মসূচি (NAQUIM)

NAQUIM (২০১২–২৩) কর্মসূচির মাধ্যমে দেশের অধিকাংশ এলাকায় অ্যাকুইফার ম্যাপিং সম্পন্ন হয়েছে। বর্তমানে NAQUIM 2.0-এর মাধ্যমে বিস্তৃত তথ্য প্রদানের মাধ্যমে বৈজ্ঞানিক জল ব্যবস্থাপনাকে জোরদার করা হচ্ছে।

ভূগর্ভস্থ জল পুনর্ভরণের জন্য গৃহীত মাস্টার প্ল্যান – ২০২০

এই পরিকল্পনায় গ্রাম, শহর, পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের জন্য পৃথক পুনর্ভরণ কৌশল নির্ধারণ করা হয়েছে। প্রায় ১.৪২ কোটি পুনর্ভরণ সংক্রান্ত পরিকাঠামো নির্মাণের মাধ্যমে ১৮৫ BCM জল পুনর্ভরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অটল ভূজল যোজনা (Atal Jal)

২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পটি সাতটি জল–সংকটাপন্ন রাজ্যে ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনাকে উৎসাহিত করছে। মোট ₹৬,০০০ কোটি টাকা বাজেটের এই প্রকল্প ফলাফলভিত্তিক প্রণোদনার মাধ্যমে জল সম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনা সুনিশ্চিত করেছে।

মিশন অমৃত সরোবর

২০২২ সালে শুরু হওয়া এই মিশনের লক্ষ্য প্রতিটি জেলায় জলাশয় ও জলাধার নির্মাণ এবং এর পুনরুদ্ধার করা। ইতিমধ্যে ৬৮, ০০০-এরও বেশি অমৃত সরোবর সম্পন্ন হয়েছে, যা জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জল পুনর্ভরণে গুরুত্ব ভূমিকা পালন করেছে।

ভূগর্ভস্থ জলস্তর পর্যবেক্ষণ

দেশজুড়ে পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ, পিজোমিটার, জলশক্তি কেন্দ্র ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে ভূগর্ভস্থ জলের স্তর ও গুণমান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যা প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা করে চলেছে।

উপসংহার

নীতিগত সংস্কার, বৈজ্ঞানিক মূল্যায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং জনগণের অংশগ্রহণ—এই চার স্তম্ভের উপর দাঁড়িয়ে ভারত একটি সমন্বিত ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছে। এই উদ্যোগগুলি দীর্ঘমেয়াদী জল নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি সুস্থায়ী ভবিষ্যতের পথ প্রশস্ত করছে।

তথ্যসূত্র

Parliament of India

Comptroller and Auditor General of India

Economic Advisory Council to the Prime Minister (EAC-PM), Government of India

Ministry of Jal Shakti

Ministry of Electronics and Information Technology

Central Ground Water Board (CGWB), Ministry of Jal Shakti

Central Water Commission (CWC), Ministry of Jal Shakti

Press Information Bureau

United Nations

United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO)

United Nations Economic Commission for Europe (UNECE)

World Bank

United States Department of the Interior, U.S. Geological Survey (USGS)

U.S. Environmental Protection Agency (US EPA)

California Department of Water Resources

Click here to see in PDF

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2217550) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English