পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
'বন্দে মাতরম' জাতীয় স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উদ্যোগে সম্মিলিত উপস্থাপনার আয়োজন
प्रविष्टि तिथि:
21 JAN 2026 12:50PM by PIB Agartala
নতুনদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আজ জাতীয় স্তোত্রর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বন্দে মাতরমের একটি সম্মিলিত উপস্থাপনার আয়োজন করে।
মন্ত্রকের সচিব শ্রী তন্ময় কুমারের নেতৃত্বে, এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মীরা যোগ দেন। নতুন দিল্লির ইন্দিরা পরিবেশন ভবনের প্রাঙ্গণ প্রাণবন্ত সেই পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে। দেশের বিভিন্ন জায়গায় মন্ত্রকের আঞ্চলিক দপ্তরগুলিতে সম্মিলিত এই উপস্থাপনার আয়োজন করা হয়।
১৫০ বছর আগে কালজয়ী এই স্তোত্র রচিত হয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে যা সকলকে অনুপ্রাণিত করেছে। অংশগ্রহণকারীরা এই স্তোত্র শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করেছেন।
বন্দে মাতরম রচনার সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী যে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে, এটি তারই অংশ।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2217156)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English