কেন্দ্রীয় মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক’কে ইক্যুইটি মূলধন সহায়তার প্রস্তাবে অনুমোদন দিয়েছে

শিল্প উন্নয়ন ব্যাঙ্ক (SIDBI) এমএসএমই-গুলিকে অর্থ সহায়তা করার ক্ষমতা বাড়বে

এমএসএমই-র সংখ্যা প্রায় ২৫.৭৪ লক্ষ বাড়বে

प्रविष्टि तिथि: 21 JAN 2026 12:17PM by PIB Agartala

নয়াদিল্লী, ২১ জানুয়ারী ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক (SIDBI) কে ৫,০০০ কোটি টাকার ইক্যুইটি মূলধন সহায়তার অনুমোদন দিয়েছে। 

আর্থিক পরিষেবা দপ্তর তিনটি পর্বে শিল্প উন্নয়ন ব্যাংক (SIDBI)-কে ৫ হাজার কোটি টাকা ইক্যুইটি মূলধন সরবরাহ করবে। ২০২৫-২৬ অর্থ বছরে ৩১.০৩.২০২৫ – এর বুকভ্যালু ৫৬৮ টাকা ৬৫ পয়সায় দেওয়া হবে ৩ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থ বছরে সংশ্লিষ্ট বছরগুলির ৩১ মার্চের বুকভ্যালু’তে ১ হাজার কোটি টাকা করে বাকি অর্থ প্রদান করা হবে।

প্রভাব: 

৫০০০ কোটি টাকার ইকুইটি মূলধন বিনিয়োগের পর, ২০২৫ অর্থবছরের শেষে ৭৬.২৬ লক্ষ এমএসএমই আর্থিক সহায়তা প্রদানের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০২৮ অর্থবছরের শেষ নাগাদ ১০২ লক্ষে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে (প্রায় ২৫.৭৪ লক্ষ নতুন এমএসএমই সুবিধাভোগী যুক্ত হবে)। এমএসএমই মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী (৩০.০৯.২০২৫) ৬.৯০ কোটি এমএসএমই, ৩ হাজার ১৬ কোটি কর্মসংস্থান সৃষ্টি করেছে। অর্থাৎ, গড়ে প্রতিটি এমএসএমই থেকে ৪.৩৭ জনের কর্মসংস্থান হচ্ছে। এই গড় বিবেচনায়, ২০২৭-২৮ অর্থবছরের শেষ নাগাদ ২৫.৭৪ লক্ষ নতুন এমএসএমই সুবিধাভোগী যুক্ত হওয়ার সম্ভাবনা সহ ১.১২ কোটি কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

*****

PS/SG/AGT


(रिलीज़ आईडी: 2216845) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English