প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 21 JAN 2026 9:26AM by PIB Agartala

নয়াদিল্লি, ২১ জানুয়ারী, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরার জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্য ও আধুনিকতার অসাধারণ সংমিশ্রণে ত্রিপুরার অগ্রযাত্রা চিহ্নিত হয়েছে। তিনি উল্লেখ করেন যে, ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে বিশাল পরিবর্তন হয়েছে এবং ত্রিপুরার জনগণ ভারতের বিকাশের গতিকে ত্বরান্বিত করছেন।

প্রধানমন্ত্রী প্রার্থনা করেন যে, আগামী দিনে ত্রিপুরা উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হোক।

প্রধানমন্ত্রী এক্স-এ একটি পোস্ট এ লিখেছেন,

"পূর্ণ রাজ্য দিবসে ত্রিপুরার জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাই। ঐতিহ্য এবং আধুনিকতার এক উল্লেখযোগ্য সংমিশ্রণে ত্রিপুরার যাত্রা চিহ্নিত হয়েছে। রাজ্যটিতে নানা ক্ষেত্রে বিশাল পরিবর্তন হয়েছে এবং ত্রিপুরার জনগণ ভারতের বিকাশের গতিকে আরো তরান্বিত করছেন।আমি প্রার্থনা করি যে, ভবিষ্যতে ত্রিপুরা উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হোক।"

Warm greetings to the people of Tripura on their Statehood Day. Tripura’s journey is marked by a remarkable blend of tradition and modernity. The state has witnessed pioneering transformations in diverse fields and its people are adding momentum to India’s growth trajectory. I…

— Narendra Modi (@narendramodi) January 21, 2026

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2216732) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English