বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভাষিণী সমুদায় : ভারতীয় ভাষা পরিমণ্ডলে কৃত্রিম বুদ্ধিমত্তা

प्रविष्टि तिथि: 13 JAN 2026 7:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ জানুয়ারী, ২০২৬

 


নতুন দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারের নালন্দা হলে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী বিভাগ (ডিআইবিডি) ও ওয়াধওয়ানি এআই-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল “ভাষিণী সমুদায় : ভারতীয় ভাষা পরিমণ্ডলে কৃত্রিম বুদ্ধিমত্তা” শীর্ষক আলোচনাচক্র। 


স্বাগত ভাষণ এবং বিশিষ্ট অতিথিদের সম্মাননার পর এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মন্ত্রকের শীর্ষ কর্তারা ভাষার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিমণ্ডল ও ডিজিটাল জন পরিকাঠামো, সর্বাত্মক অংশগ্রহণ এবং তথ্যের ব্যবহারে ন্যায়নিষ্ঠা সম্পর্কে আলোকপাত করেন। 


দেশের বিভিন্ন ভাষার অনুবাদ এবং আরও নানা প্রয়োগের ক্ষেত্রে ‘ভাষিণী’-র ক্রমবিবর্তন নিয়ে বিশদে আলোচনা হয়। এক্ষেত্রে সরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং শিল্পমহলের অংশীদারিত্বের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বক্তারা। 


জাতীয় ভাষা অনুবাদ অভিযান (ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন-এনএলটিএম)-এর আওতায় ভাষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কর্মশালায় আলোকপাত করেন সংশ্লিষ্ট ক্ষেত্রে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং প্রাসঙ্গিক নানা পক্ষের প্রতিনিধিরা। 


‘ভাষিণী’ প্রকৌশলের বিকাশ, এক্ষেত্রে ভবিষ্যত কর্মপন্থা, প্রয়োগ, ডেটা সিস্টেমকে আরও জোরদার করা নিয়ে মত বিনিময় হয় বিশদে। 


এইসব উদ্যোগের অঙ্গ হিসেবে ‘ভাষিণী’ ও গেটস ফাউন্ডেশন ও সিভিক ডেটা ল্যাবের যৌথ উদ্যোগে সূচনা হয়েছে ডেটা সেট অনবোর্ডিং সাপোটিং টিম-এর। এই বিষয়টি ‘ভাষিণী’ এবং এআই কোষ-এ সমৃদ্ধ ডেটা সেট আপলোডের ক্ষেত্রে সহায়ক।      
 

 

SC / AC /AG


(रिलीज़ आईडी: 2214571) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी