সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক
কৃষিজ বর্জ্যকে মূল্যবান জাতীয় সম্পদে রূপান্তরিত করার বিষয়ে আলোকপাত করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
प्रविष्टि तिथि:
07 JAN 2026 3:23PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৬
কৃষিজ বর্জ্যকে মূল্যবান জাতীয় সম্পদে রূপান্তরিত করার নানা উদাহরণ তুলে ধরলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী শ্রী নীতিন গড়করি। তিনি বলেছেন, জৈব-বিটুমেন বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে যাত্রায় একটি প্রয়োজনীয় উপাদন হয়ে উঠতে পারে। কৃষিজ বর্জ্য ব্যবহার করলে ফসলের অবশিষ্টাংশ দহনজাত দূষণের হাত থেকে মুক্তি সম্ভব এবং এর ফলে বৃত্তীয় অর্থনীতিও জোরদার হতে পারে। জ্বালানির ক্ষেত্রে মিশ্রণ প্রণালী অনুসরণের মাধ্যমে ভারত ৪ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিদেশী মুদ্রা সাশ্রয় করতে পারে এবং অপরিশোধিত তেলের ক্ষেত্রে আমদানি-নির্ভরতা কমাতে পারে।
সিএসআই-এর উদ্যোগে প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি বলেছেন, সড়ক পরিকাঠামো প্রসারের কাজে ভারতে অবিশ্বাস্য গতিতে কাজ হচ্ছে। এই দেশ সারা বিশ্বে জৈব-বিটুমেনের বাণিজ্যিক উৎপাদনে শীর্ষ স্থানে উঠে এসেছে। এক্ষেত্রে সিএসআর এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং-এর অবদানের উল্লেখ করেন শ্রী গড়করি।
উদ্ভাবনামূলক এই উদ্যোগ কৃষকদের ক্ষমতায়ন ও গ্রামীণ কর্মসংস্থানে বিশেষ সহায়ক বলে উল্লেখ করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। এধরনের কর্মকাণ্ড মোদী সরকারের ধারাবাহিক বিকাশ, স্বনির্ভরতা ও সর্বাত্মক উন্নয়নের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তাঁর মন্তব্য।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2212307)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English