প্রতিরক্ষা মন্ত্রক
দক্ষিণপূর্ব এশিয়ার ভারতীয় নৌবাহিনীর প্রথম ট্রেনিং স্কোয়াড্রনের দূরপাল্লার প্রশিক্ষণের কর্মসূচিতে অংশগ্রহণ
प्रविष्टि तिथि:
07 JAN 2026 4:39PM by PIB Agartala
নয়াদিল্লি, ৭ জানুয়ারি, ২০২৬
ভারতীয় নৌবাহিনীর প্রথম ট্রেনিং স্কোয়াড্রনের অন্তর্গত রণতরী আইএনএস তীর, শার্দুল, সুজাতা এবং আইসিজিএস সারথি দক্ষিণপূর্ব এশিয়ার দূরপাল্লার প্রশিক্ষণের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ১১০তম ইন্টিগ্রেটেড অফিসার্স ট্রেনিং কোর্স (আইওটিসি)-র আওতায় এই প্রশিক্ষণ হবে। এই স্কোয়াড্রন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে যাবে। সফরকালে অন্যান্য অফিসার ট্রেনিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি, নৌবাহিনীর পরিচালনগত ব্যবস্থাপনা সম্পর্কে স্কোয়াড্রনের সদস্যরা ওয়াকিবহাল হবে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ভারত মহাসাগরে একটি অবাধ, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চল গড়ে তোলার নীতির সঙ্গে সাযুজ্য রেখে এই উদ্যোগ।
মতবিনিময়ের ফলে বিভিন্ন নৌবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা অর্জন ছাড়াও সংশ্লিষ্ট বাহিনীগুলির উল্লেখযোগ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানা যাবে। আইওটিসি-তে ৬ জন আন্তর্জাতিক অফিসার ট্রেনিও রয়েছেন। এর মাধ্যমে বন্ধু রাষ্ট্রের নৌবাহিনীর সদস্যদের দক্ষতা অর্জনে ভারতীয় বাহিনীর অঙ্গীকার প্রতিফলিত হবে। এই স্কোয়াড্রনে ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও থাকবেন। এর মধ্য দিয়ে বাহিনীগুলির মধ্যে যৌথভাবে কাজ করার মানসিকতা শক্তিশালী হবে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2212303)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English