উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

চেন্নাইয়ে ডঃ এম জি আর এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ৩৪তম সমাবর্তনে ভাষণ দিয়েছেন উপ-রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 02 JAN 2026 3:48PM by PIB Agartala

নয়াদিল্লি, ২ জানুয়ারি, ২০২৬

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ চেন্নাইয়ে ডঃ এম জি আর এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ৩৪তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছেন।

উপ-রাষ্ট্রপতি শুরুতেই উপস্থিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই সমাবর্তনের মধ্য দিয়ে তাঁরা তাঁদের জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করছেন। যাঁরা ডিগ্রি লাভ করেছেন তাঁরা আগামীদিনে সমাজে নিজেদের পেশাদারিত্বের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। জ্ঞানচর্চা এবং সামুদ্রিক ব্যবসা-বাণিজ্যের এক কেন্দ্র হিসেবে প্রাচীন যুগে তামিলনাড়ুর গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময়কার ব্যবসায়ীরা এই উপকূলগুলির থেকে ভারতের ভাবধারা এবং সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। এর মধ্য দিয়ে আমাদের সভ্যতার মুক্ত চিন্তা ও শিক্ষালাভ এবং সংস্কৃতি বিনিময়ের মানসিকতা প্রতিফলিত হয়।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে এক উন্নত ভারত গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছেন, উপ-রাষ্ট্রপতি বলেন, সেই লক্ষ্য পূরণে দেশের যুব সম্প্রদায় সহ প্রত্যেক নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। দেশ গড়ার কাজে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কৃত্রিম মেধা সহ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে আজ পরিবর্তন সাধিত হচ্ছে। তাই, ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত শিক্ষালাভের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি, মূল্যবোধ-ভিত্তিক এক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উৎকৃষ্ট শিক্ষা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যাম্পাস থেকে বেরিয়ে ছাত্রছাত্রীরা নতুন যে জীবন শুরু করবেন তাতে সাফল্য ও ব্যর্থতা দুই-ই থাকবে বলে জানিয়েছেন তিনি। তাই, যে কোনো পরিস্থিতির মোকাবিলায় মানসিক শক্তির ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে তামিলনাড়ুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী শ্রী এম এ সুব্রহ্মনিয়ন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডঃ এ সি সান্মুগম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2211345) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English