উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
ক্যাথলিক বিশপস’ কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত ক্রিসমাস উদযাপনে উপ রাষ্ট্রপতির যোগদান
प्रविष्टि तिथि:
18 DEC 2025 8:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৫
ক্যাথলিক বিশপস’ কনফারেন্স অফ ইন্ডিয়ার (সিবিসিআই) পক্ষ থেকে নতুন দিল্লিতে আজ আয়োজিত ক্রিসমাস উদযাপনে যোগ দেন উপ রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান। তিনি অগ্রিম ক্রিসমাস উপলক্ষে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
উপ রাষ্ট্রপতি বলেন, এই উৎসব শান্তি, ভালোবাসা, বিনম্রতা এবং মানব সেবায় চিরন্তন মূল্যবোধের উদযাপন। প্রভু যীশুর ভালোবাসা, ঐক্য তথা নৈতিক সাহসের বার্তা প্রাসঙ্গিক থেকে গেছে। ভারতের নিজস্ব আধ্যাত্মিক ঐতিহ্যে তা গভীরভাবে অনুরণিত হয়।
ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়ন যাত্রায় খ্রিস্ট সম্প্রদায়ের মানুষদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সংস্কার এবং মানব উন্নয়নে তাঁরা সুস্থায়ী অবদান রেখেছেন। তাঁরা তাদের এই পরিষেবাকে দেশের দুর্গম স্থানগুলিতেও পৌঁছে দিয়েছেন যাকে উপ রাষ্ট্রপতি রাষ্ট্র গঠনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ বলে বর্ণনা করেন।
ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যেও রাজ্যপাল থাকাকালীন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উপ রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন খ্রিস্ট সংগঠনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ হয়েছিল। ভারতের বহুত্ববাদী ভাবধারার ওপর আলোকপাত করে তিনি বলেন, এদেশের ঐক্য কেবল তার অভিন্নতায় নয় বরং পারস্পরিক সম্মান এবং মূল্যবোধের মধ্যে নিহিত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর তৈরি এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর জাতীয় দিশার সঙ্গে ক্রিসমাসের ভাবনার তুলনা টেনে তিনি বলেন, ক্রিসমাস যেমন বিভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে আনন্দ বিধান করে এক ভারত শ্রেষ্ঠ ভারতও ভারতের বৈচিত্র্যের উদযাপনে দেশবাসীকে আহ্বান জানিয়েছে।
উপ রাষ্ট্রপতি Viksit Bharat@2047 জাতীয় লক্ষ্য সম্পাদনে সমস্ত অংশীদারদের গঠনমূলক ভূমিকা গ্রহণে আহ্বান জানান। দারিদ্র মোচন করে সমৃদ্ধির লক্ষ্যে সমস্ত সম্প্রদায়কে তিনি একযোগে কাজ করার ডাক দিয়ে বলেন, উন্নয়নের শর্তই হল, একত্রে কাজ করা।
১৯৪৪ সাল থেকে ক্যাথলিক বিশপস’ কনফারেন্স অফ ইন্ডিয়ার নানা কাজের ভূয়সী প্রশংসা করেছেন উপরাষ্ট্রপতি। আজকের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিমবাংলার রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস, সিবিসিআই-এর প্রেসিডেন্ট আর্চবিশপ অ্যানড্রুস থাজাত, আর্চবিশপ লিওপোল্ড গিরেলেই প্রমুখ।
SC / AB /AG
(रिलीज़ आईडी: 2206556)
आगंतुक पटल : 5