তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ডিসিআইডি-এর মাধ্যমে ডিজিটাল এবং স্থানীয় যোগাযোগ সম্প্রসারণ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
ডিসিআইডি প্রকল্প সরকারি উদ্যোগ সম্পর্কে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
प्रविष्टि तिथि:
18 DEC 2025 2:06PM by PIB Agartala
নয়াদিল্লী, ১৮ ডিসেম্বর, ২০২৫: দ্যা ডেভেলপমেন্ট কমিউনিকেশন এন্ড ইনফরমেশন ডিসেমিনেশন তথা উন্নয়ন যোগাযোগ ও তথ্য প্রচার (ডিসিআইডি) তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি কেন্দ্রীয় খাত প্রকল্প। এটি সরকারি কর্মসূচি/প্রকল্প/উদ্যোগের তথ্য প্রচার এবং নাগরিকদের কাছে পৌঁছাতে সহায়তা করে।
মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীর সহ সারা দেশের গ্রামীণ, জনজাতি, প্রত্যন্ত এবং শহুরে জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য এই প্রকল্পের জোর দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তার মিডিয়া ইউনিট - সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি), প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এবং নিউ মিডিয়া উইং (এনএমডব্লিউ) - এর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করে।
সিবিসি, সরকারের বিভিন্ন প্রকল্প যেমন স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ ও নগর, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সম্পর্কে তথ্য প্রচারের জন্য বেশ কয়েকটি পাবলিক মাল্টিমিডিয়া অভিযান পরিচালনা করে।
ডিসিআইডি প্রকল্পের আওতায় কার্যকলাপভিত্তিক ব্যয়ের বিবরণ সিবিসির ওয়েবসাইটে অর্থাৎ www.davp.nic.in-এ পাওয়া যাবে।
চলতি অর্থবছরে ডিজিটাল এবং স্থানীয় যোগাযোগের উপর কেন্দ্রীভূত একটি আধুনিক এবং বহু-প্ল্যাটফর্ম যোগাযোগ কৌশল গ্রহণ করে সরকার এই প্রকল্পের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
ডিজিটাল মিডিয়া জগতে তরুণদের এবং দর্শকদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন ডিজিটাল আউটরিচ প্ল্যাটফর্ম জুড়ে লক্ষ্যভিত্তিক যোগাযোগ প্রচারণা চালানো হয়। এটি ভারত সরকারের ডিজিটাল বিজ্ঞাপন নীতি, ২০২৩ অনুসারে করা হয়ে থাকে।
সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি) জলগাঁওয়ের মতো এলাকায় পরিচালিত সকল মিডিয়া প্রচারণার পরিকল্পনা করে, যার কৌশল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট কর্মসূচির নির্দিষ্ট লক্ষ্য দর্শকদের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান ১৭-১২-২০২৫ তারিখে লোকসভায় এই তথ্য জানান।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2206048)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English