উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যে প্রকল্প রূপায়ণে নজরদারি জোরদার করল ডোনার মন্ত্রক

प्रविष्टि तिथि: 18 DEC 2025 2:52PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৫: উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যে ফিল্ড লেভেল টেকনিক্যাল সাপোর্ট ইউনিট (এফ.টি.এস.ইউ) স্থাপন করে পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যারা নিয়মিতভাবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলির সাথে যোগাযোগ করে এবং পিএম গতি শক্তি পোর্টালে প্রকল্পগুলির ডাটাবেস রক্ষণাবেক্ষণ ও আপডেট করে। উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রকল্পের গুণমান পর্যবেক্ষক (পি.কিউ.এম)/তৃতীয় পক্ষের কারিগরি পরিদর্শন সংস্থা (টি.পি.টি.আই.এ) চালু করা হয়েছে। তাছাড়াও প্রকল্পগুলি পর্যায়ক্রমে উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক এবং নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এন.ই.সি) আধিকারিকগণ পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন । ২০২৪-২৫ সালে মোট ৫৯৯টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে এবং ২০২৫-২৬ সালে অর্থাৎ চলতি অর্থবছরের ১২ই ডিসেম্বর পর্যন্ত ১৯৮টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক অর্থাৎ ডোনার পিএম গতিশক্তি পোর্টালের সঙ্গে সংহতকরণের মাধ্যমে প্রকল্পগুলির রিয়েল-টাইম মনিটরিং উল্লেখযোগ্যভাবে উন্নত করতে বেশ কয়েকটি সংস্কার চালু করেছে। পূর্বোত্তর বিকাশ সেতু (পি.ভি.এস) পোর্টালটি নতুন প্রস্তাব আপলোড এবং মতামত/সমর্থন গ্রহণের জন্য এবং প্রস্তাব মতামত ইত্যাদি সংশ্লিষ্ট মন্ত্রক/নীতি আয়োগের কাছে প্রেরণের জন্য চালু করা হয়েছে। তাছাড়াও, প্রকল্পগুলির পরিদর্শন প্রতিবেদনগুলি পিভিএস পোর্টালের মাধ্যমে জমা দেওয়া হয়, যা প্রকল্পগুলির রিয়েল-টাইম অনলাইন ট্র্যাকিং এবং পর্যবেক্ষণকে সক্ষম করে।

পুরনো বিলম্বিত প্রকল্পগুলি সহ প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করতে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সরকারগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক নিয়মিত পর্যালোচনা বৈঠক করে। যে প্রকল্পগুলি দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত বা স্থগিত ছিল, সেগুলি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে যথাযথ পরামর্শের পর 'যেমন আছে তেমন' বা 'পূর্ণ ফেরত' ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর পর্যন্ত মোট ৪৮টি প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে ১৭ টি প্রকল্প 'যেমন আছে তেমন' ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৩১টি প্রকল্প 'সম্পূর্ণ ফেরত' ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2206025) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English